পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
ফেব্রম্নয়ারির গান ১৯৫২ সালের একুশে ফেব্রম্নয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এই দিনে আন্দোলন শুরু করেন। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেক ছাত্র (যাদের নাম জানা যায়নি) শহিদ হন। ওই ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন 'ফেব্রম্নয়ারির গান' কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। শব্দগুলোর অর্থ লিখি। মুগ্ধ ু বিমোহিত, আনন্দিত। ঊর্মি ু নদী ও সাগরের ঢেউ। ঊর্মিমালা ু ঢেউসমূহ, ঢেউগুলো।('মালা' শব্দটি দিয়ে বহুবচন তৈরি হয়েছে)। স্রোতস্বিনী ু নদী। সমুদ্দুর ু সমুদ্র, সাগর। বাহার ু সৌন্দর্য। স্বর্ণলতা ু সোনালি রঙের বুনো লতা। অনেক সময় পথের ধারের গাছগাছালি ভরে থাকে। এই লতা আপনা-আপনি জন্মায়। প্রতিধ্বনি ু বাতাসের ধাক্কায় ধ্বনির পুনরায় ফিরে আসাকে প্রতিধ্বনি বলে। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক. বাংলার সৌন্দর্য দেখে আমি। খ. গ্রীষ্মকালে ফলের দেখা যায়। গ. সাত তের নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না। ঘ. ভেসে চলেছে পাল তোলা নৌকা। ঙ. রংধনুর রং এ আকাশ রঙিন হয়েছে। চ. সকল মানুষের কণ্ঠে একই। উত্তর : ক. মুগ্ধ; খ. বাহার; গ. সমুদ্দুর; ঘ. স্রোতস্বিনী; ঙ. মন ভোলানো; চ. প্রতিধ্বনি। প্রশ্নগুলোর উত্তর লিখি। প্রশ্ন: কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন? উত্তর :কবি এই কবিতায় চার ধরনের সুরের কথা বলেছেন। নিচে এগুলোর নাম লেখা হলো- ১। পাখির সুর, ২। সাগর নদীর ঊর্মিমালার সুর, ৩। পাহাড়ের সুর ও ৪। প্রজাপতির সুর। প্রশ্ন:পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে? উত্তর :পাতা ও স্বর্ণলতা গাছের গানে মুগ্ধ হচ্ছে। প্রশ্ন:প্রজাপতি ফুলের সাথে কীভাবে কথা বলে? উত্তর :প্রজাপতি ছন্দ আর সুরের মাধ্যমে ফুলের সাথে কথা বলে। প্রশ্ন: আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি? উত্তর : আমরা মায়ের মুখের মধুর ভাষা- বাংলায় মনের কথা বলি। প্রশ্ন:'শহিদ ছেলের দান' হিসেবে আমরা কী পেয়েছি? উত্তর :শহিদ ছেলের দান হিসেবে আমরা পেয়েছি মায়ের ভাষা- বাংলা। সঠিক উত্তরটি খাতায় লিখি। ১. মনের কথা কীভাবে বলব? ক. মায়ের ভাষায় খ. বাবার ভাষায় গ. দাদার ভাষায় ঘ. মামার ভাষায় উত্তর:ক. মায়ের ভাষায় ২. পাখির গানে সবার প্রাণ কেমন হয়? ক. বিরক্ত খ. মুগ্ধ গ. রাগ ঘ. খুশি উত্তর:খ. মুগ্ধ? ৩. নদীর অপর নাম কী? ক. স্রোতস্বিনী খ. পুকুর গ. সমুদ্র ঘ. খাল উত্তর:ক. স্রোতস্বিনী ৪. ফুলের সাথে কে কথা বলে? ক. প্রজাপতি খ. হরিণ গ. মানুষ ঘ. পাখি উত্তর: ক. প্রজাপতি ৫. ফেব্রম্নয়ারির গান কাদের রক্তে লেখা? ক. ভাইয়ের খ. মামার গ. বাবার ঘ. মানুষের উত্তর: ক. ভাইয়ের হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়