অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
চতুর্দশ অধ্যায় ৪২. মানুষ কোন ধরনের খাদক? ক. প্রথম স্তরের খ. দ্বিতীয় স্তরের গ. তৃতীয় স্তরের ঘ. সর্বভুক উত্তর: ঘ. সর্বভুক ৪৩. সৌরশক্তি নিজ দেহে প্রথম সঞ্চয় করে কে? ক. অনুঘটক খ. বিয়োজক গ. উৎপাদক ঘ. খাদক উত্তর: গ. উৎপাদক ৪৪. বাস্তুতন্ত্রে সালোকসংশ্লেষণে সক্ষম সব সবুজ উদ্ভিদ কোন শ্রেণির অন্তর্গত? ক. খাদক খ. উৎপাদক গ. বিয়োজক ঘ. ভক্ষক উত্তর: খ. উৎপাদক ৪৫. কারা জৈব বস্তুকে অজৈব বস্তুতে রূপান্তরিত করে? ক. উৎপাদক খ. খাদক গ. ভক্ষক ঘ. বিয়োজক উত্তর:ঘ. বিয়োজক ৪৬. মৃত জীবদেহ বিশ্লিষ্ট হয়ে কী তৈরি হয়? ক. জৈব ও অজৈব পদার্থ খ. পানি ও খনিজ লবণ গ. নাইট্রোজেন ও হিউমাস ঘ. নাইট্রোজেন ও লবণ উত্তর:ক. জৈব ও অজৈব পদার্থ ৪৭. কোনটি সর্বভুক? ক. মানুষ খ. ব্যাঙ গ. বক ঘ. সাপ উত্তর:ক. মানুষ ৪৮. কোনটি জৈব উপাদান? ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. হিউমাস উত্তর:ঘ. হিউমাস ৪৯. নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক? ক. কীটপতঙ্গ খ. বাজপাখি গ. গরু ঘ. ব্যাঙ উত্তর:খ. বাজপাখি ৫০. মাংসাশী বলে পরিচিত কারা? ক. প্রথম স্তরের খাদক খ. দ্বিতীয় স্তরের খাদক গ. তৃতীয় স্তরের খাদক ঘ. বিয়োজক উত্তর:খ. দ্বিতীয় স্তরের খাদক ৫১. পচনকারী নামে পরিচিত কারা? ক. প্রথম স্তরের খাদক খ. দ্বিতীয় স্তরের খাদক গ. তৃতীয় স্তরের খাদক ঘ. বিয়োজক উত্তর:ঘ. বিয়োজক ৫২. নিজ দেহে খাদ্য উৎপাদন করে কোনটি? ক. বিয়োজক খ. উৎপাদক গ. উৎপাদক ও খাদক ঘ. বিয়োজক ও খাদক উত্তর:খ. উৎপাদক ৫৩. উৎপাদক থেকে তৃতীয় স্তরের খাদক পর্যন্ত সাজালে কোনটি হবে? \হক. মাছরাঙা ম শৈবাল ম মাছ ম বাজপাখি খ. মাছরাঙা ম মাছ ম শৈবাল ম বাজপাখি গ. শৈবাল ম মাছ ম মাছরাঙা ম বাজপাখি ঘ. শৈবাল ম মাছরাঙা ম মাছ ম বাজপাখি উত্তর: গ. শৈবাল ম মাছ ম মাছরাঙা ম বাজপাখি ৫৪. বাস্তুতন্ত্রে বিয়োজক- র. ব্যাকটেরিয়া রর. ভাইরাস ররর. ছত্রাক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও ররর ৫৫. দ্বিতীয় স্তরের খাদক খেয়ে বেঁচে থাকে- র. শকুন রর. বাজপাখি ররর. বাঘ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. রর ও ররর উত্তর: গ. র ও রর ৫৬. প্রথম স্তরের খাদকদের বলা হয়- র. উদ্ভিদভোজী রর. তৃণভোজী ররর. শিকারী নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:খ. র ও রর নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও : বনে একটি গাছ ভেঙে পড়ে গেল এবং পরবর্তীতে পচতে শুরু করল। পচা গাছটিতে ছত্রাক, ব্যাকটেরিয়া, পিঁপড়া, উঁইপোকা, মাকড়সা ও ইঁদুর বাসা বাঁধল। ৫৭. উপরের কোনটি প্রথম স্তরের খাদক হিসেবে গণ্য? ক. মস খ. ছত্রাক গ. মাকড়সা ঘ. উইপোকা উত্তর:ঘ. উইপোকা ৫৮. এখানে বিয়োজক কারা? ক. ছত্রাক, ব্যাকটেরিয়া খ. ব্যাকটেরিয়া, পিঁপড়া গ. পিঁপড়া, উঁইপোকা ঘ. মাকড়সা, ইঁদুর উত্তর:ক. ছত্রাক, ব্যাকটেরিয়া ৫৯. সুন্দরবনের বনাঞ্চল কী নামে পরিচিত? ক. ম্যানগ্রোভ খ. ইকোটেরিয়াল বন গ. মৌসুমি বন ঘ. নিরক্ষীয় বন উত্তর:ক. ম্যানগ্রোভ ৬০. জলজ বাস্তুতন্ত্র কয় প্রকার? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর:খ. ৩ ৬১. পুকুরের বাস্তুতন্ত্রে উৎপাদক কোনটি? ক. জুপস্নাঙ্কটন খ. ফাইটোপস্নাঙ্কটন গ. ছত্রাক ঘ. জীবাণু উত্তর:খ. ফাইটোপস্নাঙ্কটন ৬২. নিচের কোনটি তৃতীয় স্তরের খাদক? ক. চিংড়ি খ. ছোট মাছ গ. বোয়াল মাছ ঘ. জুপস্নাঙ্কটন উত্তর:গ. বোয়াল মাছ ৬৩. তৃতীয় স্তরের খাদক কোনটি? ক. ছোট মাছ খ. চিংড়ি গ. ব্যাঙ ঘ. বক উত্তর:ঘ. বক ৬৪. সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনগুলো? ক. বানর ও চিত্রল হরিণ খ. রয়েল বেঙ্গল টাইগার ও বন্য শূকর গ. কুমির ও নানা ধরনের সাপ ঘ. পাখি ও কীটপতঙ্গ উত্তর:খ. রয়েল বেঙ্গল টাইগার ও বন্য শূকর ৬৫. অজীব উপাদান সালফার মাটিতে ফিরে আসে কিসের দ্বারা? ক. উৎপাদক খ উৎপাদক ও খাদক গ. খাদক ও বিয়োজক ঘ. জীব উপাদান উত্তর:গ. খাদক ও বিয়োজক ৬৬. পানিতে ভাসমান ও সঞ্চারমান ক্ষুদ্র উদ্ভিদগুলো কী? ক. খাদ্যজাল খ. বিয়োজক গ. খাদক ঘ. উৎপাদক উত্তর: ঘ. উৎপাদক হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়