জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
২১ ফেব্রম্নয়ারি, ১৯৫২ : সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ। ঐতিহাসিক ভাষা আন্দোলনের সুদূর প্রসারী অগ্রযাত্রা। ২১ ফেব্রম্নয়ারি, ১৯৫২ : ১৪৪ ধারা ভঙ্গ। পুলিশের গুলিবর্ষণ। গুলিবিদ্ধ হয়ে আবুল বরকত, রফিক ও সালামের শাহাদত বরণ। ২৩ ফেব্রম্নয়ারি, ১৯৫২ :শহীদ মিনার নির্মাণ। ১৯৫৪ :পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন। ১১ মার্চ, ১৯৫৪ :সাধারণ নির্বাচনে পূর্ববঙ্গে মুসলিম লীগের বিরুদ্ধে বিজয় লাভ। ৩ ডিসেম্বর, ১৯৫৫ :বাংলা একাডেমি স্থাপিত। ৭ অক্টোবর, ১৯৫৭ :সামরিক আইন জারি। ৭ অক্টোবর, ১৯৫৮ :সমগ্র পাকিস্তানের সামরিক আইন জারি। ১৭ সেপ্টেম্বর, ১৯৬২ :পাকিস্তান সরকার নিয়োজিত শিক্ষা কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে সারা প্রদেশে হরতাল পালিত। ঢাকায় গুলিবর্ষণ-বহুসংখ্যক হতাহত। ২৭ এপ্রিল, ১৯৬২ :শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃতু্য। ৫ ডিসেম্বর, ১৯৬৩ : শহীদ সোহরাওয়ার্দীর মৃতু্য। ২৫ ডিসেম্বর, ১৯৬৪ :ঢাকা টেলিভিশনের উদ্বোধন। ৬ সেপ্টেম্বর, ১৯৬৫ :পাক-ভারত যুদ্ধ শুরু। ১৩ ফেব্রম্নয়ারি, ১৯৬৬ : লাহোরে ছয় দফার আনুষ্ঠানিক ঘোষণা। ১৭ জানুয়ারি, ১৯৬৮ :আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসেবে বঙ্গবন্ধু গ্রেপ্তার। ২৩ ফেব্রম্নয়ারি, ১৯৬৯ :তথাকথিত আগারতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার শেষে রেসকোর্সে শেখ মুজিবুর রহমানকে গণসংবর্ধনা ও বঙ্গবন্ধু উপাধি দান। ২০ জানুয়ারি, ১৯৬৯ :পূর্ব পাকিস্তানে ছাত্রদের ১১ দফা আন্দোলন শুরু ও পুলিশের গুলিবর্ষণে আসাদের মৃতু্য। ২২ ফেব্রম্নয়ারি, ১৯৬৯ :আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর মুক্তি লাভ। ১২ নভেম্বর, ১৯৭০ :ঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব পাকিস্তানের প্রায় দশ লক্ষ লোক নিহত। ডিসেম্বর জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন। পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগের ১৬৭টি আসন লাভ।