অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
চতুর্দশ অধ্যায় ৬৭. পুকুরের অজীব উপাদানগুলো হলো- র. পানি রর. অক্সিজেন ররর. কার্বন ডাইঅক্সাইড নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ৬৮. জলজ বাস্তুতন্ত্রে উৎপাদক - র. শেওলা রর. ঘাস ররর. ফাইটোপস্নাঙ্কটন নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:ঘ. র, রর ও ররর ৬৯. উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খল আকারে খাদ্য ও খাদকের যে সরল ধারাবাহিকতা দেখা যায় তাকে কী বলে? ক. বাস্তুতন্ত্র খ. খাদ্য শৃঙ্খল গ. বায়োম ঘ. খাদ্যজাল উত্তর:খ. খাদ্য শৃঙ্খল ৭০. খাদ্য শৃঙ্খলে কাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? ক. উৎপাদক খ. প্রথম স্তরের খাদক গ. দ্বিতীয় স্তরের খাদক ঘ. সর্বভূক উত্তর:ক. উৎপাদক ৭১. নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ক. মানুষ ম গম ম ইঁদুর খ. ব্যাঙ ম সাপ ম ময়ূর গ. ব্যাঙ ম ঈগল ম সাপ ঘ. গম ম মানুষ ম ইঁদুর উত্তর: খ. ব্যাঙ ম সাপ ম ময়ূর ৭২. খাদ্য শৃঙ্খলের দৃষ্টিকোণ থেকে কোন জোড়া প্রাণীদের মধ্যে সম্পর্ক নেই? ক. ঘোড়ামগাধ খ. ঘাসমগরু গ. ইঁদুরমবাজপাখি ঘ. ব্যাঙমসাপ উত্তর:ক. ঘোড়ামগাধা ৭৩. খাদ্য শৃঙ্খলের উদাহরণ- র. শস্য ম সাপ ম ইঁদুর ম ঈগল রর. ঘাস ম কীটপতঙ্গ ম ব্যাঙ ম সাপ ম ময়ূর ররর. শেওলা ম জলজ কীটপতঙ্গ ম মাছ ম মানুষ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর:গ. রর ও ররর ৭৪. অজীব পুষ্টি দ্রব্যগুলো খাদ্য শৃঙ্খলে চক্রাকারে প্রবাহিত হওয়ার পদ্ধতিকে কী বলে? ক. পুষ্টি প্রবাহ খ. খাদ্য প্রবাহ গ. পুষ্টিতন্ত্র ঘ. খাদ্যচক্র উত্তর:ক. পুষ্টি প্রবাহ ৭৫. বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ কেমন? ক. একমুখী খ. দ্বিমুখী গ. ত্রিমুখী ঘ. চতুর্মুখী উত্তর:ক. একমুখী ৭৬. বাস্তুতন্ত্রে খাদকদের অস্তিত্বের জন্য শক্তিপ্রাপ্তির দিক থেকে কোনটি খুবই গুরুত্বপূর্ণ? ক. প্রথম স্তরের খাদক খ. মাংসাশী গ. উৎপাদক ঘ. সর্বোচ্চ স্তরের খাদক উত্তর:গ. উৎপাদক ৭৭. সূর্যের যত আলো পৃথিবীতে আসে তার শতকরা কত ভাগ সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কাজে লাগায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তর:ক. ২ ৭৮. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কী জাতীয় খাদ্য তৈরি করে? ক. প্রোটিন খ. শর্করা গ. ফ্যাট ঘ. মিনারেল উত্তর: খ. শর্করা ৭৯. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ক. স্থিতি খ. আলোক গ. রাসায়নিক ঘ. তাপ উত্তর:গ. রাসায়নিক ৮০. বাজপাখি, সাপ, ঘাস ও ইঁদুরের মধ্যে শক্তিপ্রবাহের সঠিক পথ কোনটি? ক. বাজপাখি ম সাপ ম ঘাস ম ইঁদুর খ. ঘাস ম বাজপাখি ম ইঁদুর ম সাপ গ. ঘাস ম ইঁদুর ম সাপ ম বাজপাখি ঘ. ইঁদুর ম সাপ ম ঘাস ম বাজপাখি উত্তর: গ. ঘাস ম ইঁদুর ম সাপ ম বাজপাখি ৮১. সূর্যশক্তি থেকে সৃষ্ট রাসায়নিক শক্তি প্রাণীতে স্থানান্তর করতে কে ভূমিকা রাখে? ক. সবুজ উদ্ভিদ খ. প্রথম স্তরের খাদক গ. বিয়োজক ঘ. দ্বিতীয় স্তরের খাদক উত্তর: ক. সবুজ উদ্ভিদ ৮২. সালোকসংশ্লেষণ প্রক্রিয়া চলার সময় সবুজ উদ্ভিদ ব্যবহার করে- র. পানি ও কার্বন ডাইঅক্সাইড রর. বিয়োজক ও উৎপাদক ররর. ব্যাকটেরিয়া ও ছত্রাক নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. রর ও ররর উত্তর:ক. র ৮৩. শক্তি রূপান্তরের সময় উৎপাদক থেকে সরাসরি শক্তি যায়- র. তৃণভোজী প্রাণীর দেহে রর. প্রথম স্তরের খাদকদের দেহে ররর. সর্বোচ্চ খাদকদের দেহে নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. র ও রর ঘ. র ও ররর উত্তর: গ. র ও রর ৮৪. বেঁচে থাকার সব রকম উপাদান আমরা কোথা থেকে পাই? ক. মাটি খ. পানি গ. বায়ু ঘ. পরিবেশ উত্তর:ঘ. পরিবেশ ৮৫. প্রকৃতিতে ভারসাম্য বজায় রেখে চলে কোনটি? ক. পানি খ. কার্বন ডাইঅক্সাইড গ. বাস্তুতন্ত্র ঘ. খাদ্যজাল উত্তর:গ. বাস্তুতন্ত্র ৮৬. সুন্দরবনে কোন কোন উদ্ভিদ পাওয়া যায়? ক. শাল, সেগুন, কেওড়া খ. গজারি, শাল, গরান গ. সুন্দরী, গরান, গেওয়া ঘ. ইউকেলিপটাস, মেহগনি, কেওড়া উত্তর:গ. সুন্দরী, গরান, গেওয়া ৮৭. মাটি, পানি ও খনিজ লবণ বাস্তুতন্ত্রের কেমন উপাদান? ক. অজৈব খ. রাসায়নিক গ. জৈব ঘ. ভৌত উত্তর: ক. অজৈব ৮৮. সুন্দরবনের উদ্ভিদের মূলের অগ্রভাগে কোনটি বিদ্যমান? ক. পাতা খ. মুকুল গ. পর্বমধ্য ঘ. অসংখ্য ছিদ্র উত্তর:ঘ. অসংখ্য ছিদ্র হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়