নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
১৪। ১৯৪৮ খ্রিষ্টাব্দের মে মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঢাকায় আলোচনায় বসেন কেন? ক) সেবা করার জন্য খ) সমঝোতা করার জন্য গ) নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ঘ) পরামর্শ করার জন্য উত্তর :গ) নতুন রাজনৈতিক দল গঠনের জন্য ১৫। ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ববাংলার সবচেয়ে পুরাতন দল? ক) মুসলীম লীগ খ) কৃষক-শ্রমিক পার্টি গ) পাকিস্তান জাতীয় কংগ্রেস ঘ) পিপলস পার্টি অব পাকিস্তান উত্তর : ক) মুসলীম লীগ ১৬। পাকিস্তানি দুই অংশের মধ্যে মিল ছিল না- র) ইতিহাস রর) ঐতিহ্য ররর) ভাষা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১৭। কোন দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? ক) ন্যাপ খ) কমিউনিস্ট গ) জাসদ ঘ) আওয়ামী লীগ উত্তর :ঘ) আওয়ামী লীগ ১৮। কীসের মাধ্যমে পূর্ববাংলার রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার ধারা সৃষ্টি হয়? ক) ভাষা আন্দোলনের মাধ্যমে খ) ন্যায়বোধের মাধ্যমে গ) ১৯৫৪-এর নির্বাচনের মাধ্যমে ঘ) ১৯৭০-এর নির্বাচনের মাধ্যমে উত্তর :গ) ১৯৫৪-এর নির্বাচনের মাধ্যমে ১৯। ফজলুল হকের সাক্ষাৎকার বিকৃত করে প্রকাশ করে কোনটি? ক) এনা খ) নিউইয়র্ক টাইমস গ) রয়টার্স ঘ) বাসাস উত্তর : খ) নিউইয়র্ক টাইমস ২০। কারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে? ক) মুসলীম লীগ খ) পাকিস্তান কংগ্রেস গ) কৃষক-শ্রমিক পার্টি ঘ) নেজামে ইসলাম উত্তর :ক) মুসলীম লীগ ২১। ফজলুল হকের ক্ষেত্রে মুসলীম লীগের দেওয়া কোন ঘোষণাটি সমর্থনযোগ্য? ক) রাষ্ট্রদ্রোহী খ) রাজাকার গ) আলবদর ঘ) বেইমান উত্তর :ক) রাষ্ট্রদ্রোহী ২২। ১৪৪ ধারা অমান্য করার সিদ্ধান্তে অটুট থাকে- র) আবদুল মতিন রর) অলি আহাদ ররর) গোলাম মাহাবুব \হনিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ঘ) র, রর ও ররর ২৩। বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা কোনটি? ক) অসহযোগ আন্দোলন খ) ভাষা আন্দোলন গ) শিক্ষা আন্দোলন ঘ) ফরায়েজী আন্দোলন উত্তর :খ) ভাষা আন্দোলন ২৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে এক করা হয়েছিল কীসের ভিত্তিতে? ক) ভাষার ভিত্তিতে খ) সংস্কৃতির ভিত্তিতে গ) ধর্মের ভিত্তিতে ঘ) ভূখন্ডের ভিত্তিতে উত্তর :গ) ধর্মের ভিত্তিতে ২৫। মুসলিম লীগের সংস্কারপন্থি নেতাদের দ্বারা সৃষ্ট দলটির নাম কী? ক) আওয়ামী লীগ খ) আজাদী লীগ গ) আওয়ামী মুসলিম লীগ ঘ) নেজামে ইসলাম উত্তর : গ) আওয়ামী মুসলিম লীগ ২৬। কার উক্তিকে কেন্দ্র করে ভাষা আন্দোলন নতুন মাত্রা ও সর্বাত্মক রূপ লাভ করে? ক) খাজা নাজিম উদ্দিন খ) মুহাম্মদ আলী জিন্নাহ গ) আইয়ুব খান ঘ) লিয়াকত আলী খান উত্তর :ক) খাজা নাজিম উদ্দিন ২৭। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক সূচনা কোনটি? ক) একুশ দফা খ) ভাষা আন্দোলন গ) শিক্ষা আন্দোলন ঘ) ছয় দফা আন্দোলন উত্তর :খ) ভাষা আন্দোলন ২৮। বাংলার ইতিহাসে প্রথম সফল বিরোধী দল কোনটি? (ক) আওয়ামী মুসলিম লীগ (খ) কংগ্রেস (গ) আওয়ামী লীগ (ঘ) কৃষক-প্রজা পার্টি উত্তর :(ক) আওয়ামী মুসলিম লীগ ২৯। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? ক) হামিদুর রহমান খ) কামরুল হাসান গ) মইনুল হোসেন ঘ) শিব নারায়ণ চক্রবর্তী উত্তর :ক) হামিদুর রহমান ৩০। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন? ক) সংবিধান খ) আদালত গ) মানুষের বিবেক ঘ) জাতীয় সংসদ উত্তর :ক) সংবিধান ৩১। পড়ঢ়-এর পূর্ণ নাম কী? ক) পড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ঢ়ধৎঃু খ) পড়সনরহব ঙঢ়ঢ়ড়ংরঃব ঢ়ধৎঃু গ) পড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃব ঢ়ধৎঃু ঘ) পড়সনরহব ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ঢ়ধৎঃু উত্তর :ক) পড়সনরহবফ ঙঢ়ঢ়ড়ংরঃরড়হ ঢ়ধৎঃু ৩২। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের অনেক নেতা মর্মাহত হন। এর যথার্থ কারণ হলো- র) মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণ রর) দমন নীতি ররর) বাংলা ভাষার অবমাননা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর :ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড়ে ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও: হোসেনপুর ইউনিয়নের নির্বাচনে ৭ জন চেয়ারম্যান পদে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে কামাল হোসেন প্রভাবশালী ব্যক্তি। উক্ত ব্যক্তিকে পরাজিত করার জন্য বাকি ৪ জন ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করেন। ফলে কামাল হোসেন ব্যাপক ভোটে পরাজিত হন। ৩৩। উদ্দীপকের সঙ্গে কোন সালের নির্বাচনের মিল রয়েছে? ক) ১৯৪৫ খ) ১৯৫০ গ) ১৯৫৪ ঘ) ১৯৫৭ উত্তর :গ) ১৯৫৪ ৩৪। উক্ত নির্বাচনে জোটবদ্ধ দলের নাম কী? ক) যুক্তফ্রন্ট খ) গণফ্রন্ট গ) মুসলিম লীগ ঘ) কমিনিস্ট উত্তর :ক) যুক্তফ্রন্ট হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়