পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম য়
আমাদের পরিবেশের প্রশ্ন : পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ও কী কী ভাগে ভাগ করা যায়? উত্তর :পরিবেশের উপাদানগুলোকে জীব ও জড় এই দুই ভাগে ভাগ করা যায়। প্রশ্ন :বেঁচে থাকার জন্য মানুষের কী কী প্রয়োজন? উত্তর :বেঁচে থাকার জন্য মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন। প্রশ্ন :সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী কী প্রয়োজন? উত্তর :সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। প্রশ্ন :বেঁচে থাকার জন্য উদ্ভিদ কিসের ওপর নির্ভরশীল? উত্তর :বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভরশীল। প্রশ্ন : উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে? উত্তর : উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। প্রশ্ন : বাস্তুসংস্থান কী? উত্তর : কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান। প্রশ্ন : উদ্ভিদ ও প্রাণী কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল? উত্তর : খাদ্য এবং আবাসস্থলের জন্য উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল। প্রশ্ন : মানুষ কীভাবে উদ্ভিদ ব্যবহার করে? উত্তর :খাদ্য, বাসস্থান ও জ্বালানির কাজে মানুষ উদ্ভিদ ব্যবহার করে। প্রশ্ন : উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? উত্তর : উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়। প্রশ্ন : উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয়? উত্তর : পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। প্রশ্ন : বীজের বিস্তরণ কী? উত্তর : মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। প্রশ্ন : উদ্ভিদ কীভাবে প্রাণীর ওপর নির্ভরশীল? উত্তর : উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল। প্রশ্ন : প্রাণী কোথা থেকে শক্তি পায়? উত্তর : প্রাণী খাদ্য থেকে শক্তি পায়। প্রশ্ন : সকল প্রাণী শক্তির জন্য কিসের ওপর নির্ভরশীল? উত্তর : সকল প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। প্রশ্ন : খাদ্য শৃঙ্খল কী? উত্তর : বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। প্রশ্ন : কোথা থেকে খাদ্য শৃঙ্খল শুরু হয়? উত্তর : সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয়। প্রশ্ন : খাদ্য জাল কীভাবে তৈরি হয়? উত্তর : একাধিক খাদ্য শৃঙ্খল একত্র হয়ে খাদ্য জাল তৈরি করে। প্রশ্ন : মাটির নিচে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। উত্তর : কেঁচো, সাপ, ইঁদুর, পিঁপড়া ইত্যাদি প্রাণী গর্ত করে মাটির নিচে বাস করে। প্রশ্ন : পানিতে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো। উত্তর : পানিতে বাস করে এমন কয়েকটি প্রাণীর নাম হলো- মাছ, চিংড়ি ইত্যাদি। প্রশ্ন :মানুষের কেন মাটি প্রয়োজন? উত্তর :ফসল ফলানো এবং বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। মহাবিশ্ব প্রশ্ন : রাতের আকাশে আমরা কী দেখতে পাই? উত্তর : রাতের আকাশে আমরা অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাই। প্রশ্ন : আকাশের নক্ষত্রগুলোকে আরও স্পষ্ট দেখা যায় কীভাবে? উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশের নক্ষত্রগুলোকে আরও স্পষ্ট দেখা যায়। প্রশ্ন : দূরবীক্ষণ যন্ত্র কারা ব্যবহার করেন? উত্তর : দূরবীক্ষণ যন্ত্র বিজ্ঞানীরা গবেষণা করতে ব্যবহার করেন। প্রশ্ন : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর : পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ৩,৮৪,৪০০ কিমি। প্রশ্ন : আলো প্রতি সেকেন্ডে কত কিমি বেগে চলে? উত্তর : আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩,০০,০০০ কিমি বেগে চলে। প্রশ্ন : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? উত্তর : চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে। প্রশ্ন : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর : পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫,০০,০০,০০০ কিমি। প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? উত্তর : সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় ৮ মিনিট সময় লাগে। প্রশ্ন : আলোর গতিতে চললে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগত? উত্তর : আলোর গতিতে চললে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ১,৩০,০০০ বছর সময় লাগত। সুস্থ জীবনের জন্য খাদ্য প্রশ্ন : সুষম খাদ্য আমাদের দেহে কী উপকার করে? উত্তর : সুষম খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। প্রশ্ন : অপুষ্টিজনিত কারণে শিশুর কী সমস্যা হয়? উত্তর : অপুষ্টিজনিত কারণে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়