দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা য়
দ্বিতীয় অধ্যায় ২২. চিকিৎসা সমাজকর্ম রোগীকে- র. মানসিক সেবা প্রদান করে রর. চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেয় ররর. রোগীকে সুস্থ হওয়ার জন্য পরোক্ষভাবে সহায়তা করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) রর ও ররর ২৩. কোন বিপস্নব শিল্প সমাজকর্মের সূত্রপাত ঘটায়? ক) ফরাসি বিপস্নব খ) রুশ বিপস্নব গ) বলশেভিক বিপস্নব ঘ) শিল্প বিপস্নব উত্তর : ঘ) শিল্প বিপস্নব ২৪. বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয় সমাজকর্ম চালু হয় কোন শহরে? ক) চট্টগ্রামে খ) রাজশাহী গ) খুলনা ঘ) বরিশাল উত্তর : ক) চট্টগ্রামে ২৫. বিদ্যালয় সমাজকর্মের অগ্রদূত বলা হয়- ক) ডা. চার্লস ইমার্সনকে খ) মেরি রিচমন্ডকে গ) লিলিয়ান ওয়াল্ডকে ঘ) ডা. রিচার্ড সি ক্যাবটকে উত্তর : খ) মেরি রিচমন্ডকে ২৬. কে প্রথম চিকিৎসায় সমাজকর্মীর গুরুত্ব ও প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দেন? ক) মেরি রিচমন্ড খ) ডাক্তার চার্লস ইমার্সসন গ) লিলিয়ান ওয়াল্ড ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট উত্তর : ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট ২৭. আমেরিকায় চিকিৎসা সমাজকর্মী সমিতি গঠিত হয় কত সালে? ক) ১৯১৫ সালে খ) ১৯১৬ সালে গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে উত্তর : ঘ) ১৯১৮ সালে ২৮. সমাজকর্মের কোন শাখায় মনোসামাজিক বিষয় বিবেচনা করা হয়? \হক) সাইকিয়াট্রিক সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম ঘ) চিকিৎসা সমাজকর্ম উত্তর : খ) ক্লিনিক্যাল সমাজকর্ম ২৯. বিদ্যালয় সমাজকর্মের উদ্দেশ্য হচ্ছে- \হর. শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা রর. শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের সাথে খাপ খাওয়ানো ররর. শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন সাধন করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর উত্তর : খ) রর ৩০. জাতিসংঘের মতে প্রবীণ হলো তারা যাদের বয়স- ক) ৫৫ বছর খ) ৫৭ বছর গ) ৫৯ বছর ঘ) ৬০ বছর উত্তর : ঘ) ৬০ বছর ৩১. চিকিৎসা পরবর্তী সময়ে মানসিক রোগীদের জন্য কি প্রয়োজন হয়? ক) অর্থ সাহায্য খ) আর্থসামাজিক পুনর্বাসন গ) প্রশিক্ষণ ঘ) কারিগরি শিক্ষা উত্তর : খ) আর্থসামাজিক পুনর্বাসন ৩২. প্রবীণদের কল্যাণে পরিচালিত সমাজকর্ম হলো- ক) এবৎড়হঃড়ষড়মরপধষ ঝড়পরধষ ডড়ৎশ খ) ঈষরহরপধষ ঝড়পরধষ ডড়ৎশ গ) ওহফঁংঃৎরধষ ঝড়পরধষ ডড়ৎশ ঘ) ঐড়ংঢ়রঃধষ ঝড়পরধষ ডড়ৎশ উত্তর : ক) এবৎড়হঃড়ষড়মরপধষ ঝড়পরধষ ডড়ৎশ ৩৩. সমাজকর্মের কোন শাখাটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট? ক) বিদ্যালয় সমাজকর্ম খ) ক্লিনিক্যাল সমাজকর্ম গ) শিল্প সমাজকর্ম ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম উত্তর : ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্ম ৩৪. কাদের সুবিধা ও অধিকার নিয়ে কাজ করে শিল্প সমাজকর্ম? ক) কর্মীদের খ) মালিকদের গ) মালিক-কর্মী উভয়ের ঘ) উচ্চপদের কর্মীদের উত্তর : ক) কর্মীদের ৩৫. একজন চিকিৎসা সমাজকর্মীর অন্যতম কাজ হলো- র. দরিদ্র ও অসহায় রোগীদের চিহ্নিতকরণ রর.সচ্ছল রোগের চিহ্নিতকরণ ররর. রোগীদের সমস্যা নিরূপণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর \হউত্তর : খ) র ও ররর ৩৬. প্রবীণদের সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপের ক্ষেত্রে জরুরি হলো- র. প্রবীণ ব্যক্তির সমস্যা জানা রর. প্রবীণদের সমস্যার কারণ উদ্ঘাটন করা ররর. প্রবীণদের জন্য কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৩৭. বাংলাদেশ কত সালে চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়? ক) ১৯৫৫ সালে খ) ১৯৫৭ সালে গ) ১৯৬১ সালে ঘ) ১৯৭৭ সালে উত্তর : গ) ১৯৬১ সালে ৩৮. শিল্প সমাজকর্মী হলেন একজন- র. প্রশাসক রর. পরামর্শক ররর. উপদেষ্টা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়