জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান

প্রকাশ | ০১ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পুঠিয়া রাজবাড়ি
ব্রাহ্মণবাড়িয়া জেলা উলেস্নখযোগ্য নদনদী- তিতাস, সালদা ও মেঘনা। উলেস্নখযোগ্য স্থান- তিতাস গ্যাস উত্তোলন কেন্দ্র, আশুগঞ্জ তাপবিদু্যৎ কেন্দ্র, আশুগঞ্জ সারকারখানা। রাজশাহী জেলা প্রাচীন নাম- কর্নসুবর্ণ। উলেস্নখযোগ্য নদনদী- পদ্মা, আত্রাই, মহানন্দা। ঐতিহাসিক স্থানসমূহ- পোরশা জমিদারবাড়ি, পুঠিয়া রাজবাড়ি, সোনা মসজিদ, হযরত শাহ মাখদুম (র.) এর মাজার, শিব মন্দির, বরেন্দ্র জাদুঘর, পুলিশ একাডেমী, ভুব মোহন পার্ক। রাজশাহীকে বলা হয়- সিল্ক সিটি। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাচীন নাম- গৌড়। উলেস্নখযোগ্য নদনদী- পদ্মা, যমুনা, মহানন্দা, পুনর্ভবা, নন্দাকুজা। উলেস্নখযোগ্য স্থানসমূহ- ছোট সোনা মসজিদ, আম গবেষণা কেন্দ্র, নাচোল রাজবাড়ি। নাটোর জেলা উলেস্নখযোগ্য নদী- আত্রাই, বড়াল, নাগর ও তুলসী। কাঁচা গোলস্নার জন্য বিখ্যাত। উলেস্নখযোগ্য স্থান- রানী ভবানীর স্মৃতিবিজড়িত উত্তরা গণভবন এখানে। উলেস্নখযোগ্য অবস্থান- চলন বিল, বাংলাদেশের সর্ববৃহৎ চিনিকল নর্থ বেঙ্গল সুগার মিল, দেশের উষ্ণতম স্থান লালপুর। বগুড়া জেলা উলেস্নখযোগ্য নদী- যমুনা, করতোয়া, নাগর ও বাঙালির নদী বগুড়া। উলেস্নখযোগ্য স্থান- শহীদ চান্দু স্টেডিয়াম, মহাস্থানগড়, বেহুলা লক্ষ্ণীন্দরের বাসর, শাহ সুলতান বলখীর (রা.) মাজার। সিরাজগঞ্জ জেলা নামকরণ- জমিদার সিরাজের নামানুসারে নামকরণ। উলেস্নখযোগ্য স্থান- মক্কা আউলিয়া মসজিদ, বেহুলার বাড়ি, শিব মন্দির। কৃতী সন্তান- আব্দুর রশিদ তর্কবাগীশ, ইসমাঈল হোসেন সিরাজী, নায়িকা সুচিত্রা সেন, ক্যাপ্টেন এম. মনসুর আলী, ড. আব্দুলস্নাহ আল মুতী শরফুদ্দীন। পাবনা জেলা পাবনা জেলা- পদ্মা ও যমুনার মিলনস্থান। উলেস্নখযোগ্য স্থান- হেমায়েতপুর মানসিক হাসপাতাল, হার্ডিঞ্জ ব্রিজ, পাবনা ক্যাডেট কলেজ।