দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র
প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
দ্বিতীয় অধ্যায়
৩৯. চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?
ক) মেরি রিচমন্ড খ) ডা. চার্লস ইমার্সন
গ) লিলিয়ান ওয়াল্ড ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট
উত্তর :ক) মেরি রিচমন্ড
৪০. কত সালে 'ঝড়পরধষ উরধমহড়ংরং' গ্রন্থটি প্রকাশিত হয়?
ক) ১৯১৫ সালে খ) ১৯১৬ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর :গ) ১৯১৭ সালে
শ্রমিক/কর্মী
?
মালিক ব্যবস্থাপনা
৪১. "?" চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
ক) পেশাগত সমাজকর্মী গ) ১৯১৭ সালে
গ) গভর্নিং বডি ঘ) ট্রেড ইউনিয়ন লিডার
উত্তর :গ) ১৯১৭ সালে
৪২. শিল্প সংগঠনে সংশ্লিষ্ট সমাজকর্মীর ভূমিকা কী রূপ?
ক) শ্রমিক অসন্তোষ হ্রাস খ) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি
গ) কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ঘ) সাংগঠনিক দ্বন্দ্ব নিরসন
উত্তর :ক) শ্রমিক অসন্তোষ হ্রাস
উদ্দীপকের টেবিলটি পড়ে এবং ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও।
'ক'
'খ'
র. শিক্ষার্থীদের স্কুল পরিবেশে সামঞ্জস্য বিধানে সহায়তা করে, শিক্ষার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে।
র. বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক পেশা।
রর. শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে।
রর. সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা মোকাবিলা করে।
৪৩. উদ্দীপকে 'ক'-এর সাথে নিচের কোনটির মিল রয়েছে?
ক) শিল্প সমাজকর্মের খ) বিদ্যালয় সমাজকর্মের
গ) চিকিৎসা সমাজকর্মের ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মের
উত্তর :খ) বিদ্যালয় সমাজকর্মের
৪৪. উদ্দীপক টেবিলের 'ক' এবং 'খ' দ্বারা দেখানো হয়েছে-
র. মানবিক সমস্যা সমাধানের সাথে বিদ্যালয়ের সম্পর্ক
রর. মানবিক সমস্যা সমাধানের বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
ররর. সমাজকর্মের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
৪৫. চিকিৎসা সমাজকর্মের ধারণার ভিত্তি স্থাপিত হয়-
ক) গ্রেট ব্রিটেন খ) ভারতে
গ) জার্মানিতে ঘ) আমেরিকায়
উত্তর : ক) গ্রেট ব্রিটেন
৪৬. চিকিৎসা সমাজকর্মের ধারণা-
র. সাম্প্রতিককালের রর. প্রাচীনকালের ররর. প্রাগৈতিহাসিককালের
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র
৪৭. চিকিৎসা সমাজকর্মের সূত্রপাত হয় কত সালে?
ক) ১৮৮০ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ক) ১৮৮০ সালে
৪৮. সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়-
ক) চক্ষু হাসপাতালে খ) হৃদরোগ হাসপাতালে
গ) শিশু হাসপাতালে ঘ) মানসিক হাসপাতালে
উত্তর :ঘ) মানসিক হাসপাতালে
৪৯. আমেরিকায় চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৮৯৩ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৮৮০ সালে
উত্তর :ক) ১৮৯৩ সালে
৫০. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৫৪ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর :ক) ১৯৫৪ সালে
৫১. সমাজকল্যাণ পরিদপ্তর গঠিত হয় কত সালে?
ক) ১৯৫০ সালে খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬০ সালে ঘ) ১৯৬১ সালে
উত্তর :ঘ) ১৯৬১ সালে
৫২. এনাম কমিটির সুপারিশে চিকিৎসা সমাজকর্মের নামকরণ হাসপাতাল সমাজসেবা করা হয় কত সালে?
ক) ১৯৫৫ সালে খ) ১৯৭৫ সালে
গ) ১৯৮০ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ঘ) ১৯৮৪ সালে
৫৩. সমাজকর্মের সবচেয়ে অনুশীলন ধর্মী প্রায়োগিক শাখা কোনটি?
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম খ) হাসপাতাল সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম
উত্তর :ক) ক্লিনিক্যাল সমাজকর্ম
৫৪. ঘঅঝড কত সালে ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি প্রবর্তন করেন?
ক) ১৮৮০ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ঘ) ১৯৮৪ সালে
৫৫. সমাজকর্মের কোন পদ্ধতির উপর ভিত্তি করে চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে?
ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম
গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সামাজিক গবেষণা
উত্তর :ক) ব্যক্তি সমাজকর্ম
৫৬. চিকিৎসা সমাজকর্মের সম্প্রসারণ এবং বিকাশের দ্বিতীয় পর্যায় ও ক্ষেত্র তৈরি হয়-
ক) চীনে খ) যুক্তরাজ্যে
গ) যুক্তরাষ্ট্রে ঘ) জাপানে
উত্তর :গ) যুক্তরাষ্ট্রে
\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়