জানার আছে অনেক কিছু

বিষয় :সাধারণ জ্ঞান

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জয়পুরহাট যমুনা, হারাবাত ও তুলসী গঙ্গা নদী প্রবাহিত। জামালগঞ্জের কয়লাখনি ও জয়পুরহাট চিনিকল অবস্থিত। নীলফামারী জেলা নামকরণ- নীল চাষের জন্য নীলফামারী নামকরণ। উলেস্নখযোগ্য নদনদী- তিস্তা, ঘাগট, শিঙ্গীমারী। ঐতিহাসিক স্থান- নীলসাগর, নীলকুঠি, সৈয়দপুর গির্জা, ডিমলা রাজবাড়ি। রাজা ধর্মপালের গড়, তিন গম্বুজ বিশিষ্ট ভেড়ভেড়ি জামে মসজিদ। গাইবান্ধা জেলা গাইবান্ধার প্রাচীন নাম- ভবানীগঞ্জ। উলেস্নখযোগ্য নদনদী- যমুনা, তিস্তা, আত্রাই। ঐতিহাসিক ও দর্শনীয় স্থান- বর্ধনকুঠি, নলডাঙ্গার জমিদার বাড়ি, মীরের বাগান, শাহ সুলতান গাজীর মসজিদ। ইতিহাস খ্যাত রাজা বিরাটের গো-চারণভূমি থেকেই গাইবান্ধা নামকরণ। রংপুর জেলা রংপুর থেকে উৎপত্তি। যার অর্থ আনন্দ নিকেতন তিস্তা নদী বহমান। উলেস্নখযোগ্য স্থানসমূহ- কারমাইকেল কলেজ, তিস্তা ব্যারেজ, পায়রাবন্দর, বেগম রোকেয়ার বাড়ি, কেরামাতিয়া মসজিদ, রংপুর জাদুঘর, মাওলানা কেরামত আলী জৈনপুরীর (রা.) মাজার। গম, তামাক ও আলু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। কুড়িগ্রাম জেলা উলেস্নখযোগ্য নদনদী- যমুনা, ধরলা, মোয়াতি, দুধকুমার, তিস্তা। ঐতিহাসিক স্থান- নয়ারহাটে মোঘল আমলের মসজিদের অবশিষ্টাংশ আরবি ভাষায় মসজিদের শিলালিপি সিদ্ধেশ্বরী মন্দির। লালমনিরহাট জেলা উলেস্নখযোগ্য নদী- তিস্তা, শিংগীমারী ইত্যাদি। জন্মস্থান- ফকির মজনু শাহের জন্মস্থান। ঐতিহাসিক স্থান- কবি বাড়ি (প্রখ্যাত সাহিত্যিক শেখ ফজলুল করিমের বাস্তুভিটা ও সংগ্রহশালা)। দিনাজপুর জেলা প্রাচীন নাম- গন্ডোয়াল্যান্ড। উলেস্নখযোগ্য নদী- করতোয়া, পুনর্ভবা, টাঙন, যমুনা ও দীপা। "মহিলা নদী" নামে একটি নদী আছে।