চতুর্থ শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
শূন্যস্থান পূরণ কর : ১) সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হলো-। ২) সূর্য একটি-যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। ৩) আমাদের পৃথিবী একটি-গ্রহ। ৪) গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এসব কিছু নিয়েই-গঠিত হয়েছে। ৫) চাঁদ-দ্বারা গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। ৬) চাঁদের-অংশের ব্ত-পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। ৭) -হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। ৮) সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ হলো-এবং সবচেয়ে দূরবর্তী গ্রহ হলো-। ৯) সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ-। ১০) সূর্য-একমাত্র নক্ষত্র। ১১) -একটি নক্ষত্রমন্ডল। ১২) সৌরজগৎ অন্তর্ভুক্ত-। ১৩) সৌরজগৎ যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম-। ১৪) মিল্কিওয়ে দেখতে-। উত্তর : ১) উপগ্রহ, ২) নক্ষত্র, ৩) সৌরজগতের, ৪) মহাবিশ্ব, ৫) শিলা, ৬) উজ্জ্বল, আকৃতি, ৭) চাঁদ, ৮) বুধ, নেপচুন, ৯) শুক্র, ১০) সৌরজগতের, ১১) কালপুরুষ, ১২) গ্যালাক্সির, ১৩) মিল্কিওয়ে, ১৪) সর্পিলাকার। সঠিক উত্তরটি খাতায় লেখো। ১. নিচের কোনটি নক্ষত্র? ক. পৃথিবী খ. বুধ গ. সূর্য ঘ. চাঁদ উত্তর : গ. সূর্য ২. সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? ক. মঙ্গল খ. শুক্র গ. বৃহস্পতি ঘ. শনি উত্তর : খ. শুক্র ৩. সৌরজগতে কয়টি গ্রহ রয়েছে? ক. সাত খ. আট গ. নয় ঘ. দশ উত্তর : খ. আট প্রশ্ন-উত্তর প্রশ্ন : সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? উত্তর : অন্যান্য নক্ষত্র সূর্য থেকে অনেক দূরে অবস্থিত বলে ছোট দেখায়। প্রশ্ন : গ্যালাক্সি কী? উত্তর : গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। প্রশ্ন : নক্ষত্রমন্ডল কী? উত্তর : মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে যেগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতিসম্পন্ন এই নক্ষত্র জোটকে বলে নক্ষত্রমন্ডল। প্রশ্ন : চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। উত্তর : চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে বলে আমরা বিভিন্ন সময় চাঁদের বিভিন্ন আলোকিত অবস্থা দেখতে পাই, যা চাঁদের দশা বা পর্যায় নামে পরিচিত। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করার ফলে কখনো কখনো আমরা চাঁদের আলোকিত অংশের সবটাই দেখতে পাই। এ অবস্থাকে বলে পূর্ণিমা। এরপর চাঁদের আলোকিত অংশ হ্রাস পেতে থাকে। পূর্ণিমার চৌদ্দ দিন পর পৃথিবী থেকে চাঁদের আলোকিত অংশ দেখা যায় না। একে বলে অমাবস্যা। অমাবস্যার পর পুনরায় চাঁদের আলোকিত অংশের পরিমাণ বাড়তে থাকে এবং চৌদ্দ দিন পর পুনরায় পূর্ণিমা দেখা যায়। অর্থাৎ প্রতি ২৮ দিন চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে। প্রশ্ন : গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কী? উত্তর : গ্রহ ও নক্ষত্র উভয়ই সৌরজগতের সদস্য হলেও এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন- হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়