জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ টেলিভিশন ভবন
বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়- ১ ডিসেম্বর, ১৯৮০ সালে। ঢাকার রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়- ১৯৭৫ সালে। বাংলাদেশে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র- ২টি (ঢাকা ও চট্টগ্রাম)। চট্টগ্রামে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয়- ১৯৯৬ সালে। বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কেন্দ্র রয়েছে- ১৬টি। বাংলাদেশ টেলিভিশনের রজতজয়ন্তী পালিত হয়- ১৯৮৯ সালে। রামপুরা টিভি ভবনের নকশা প্রস্তুত করেন- সুইডেনের প্রখ্যাত স্থপতি মিস্টার পিটার সেলসিং এবং বাংলাদেশের মাহবুবুল হক। ঢাকা টেলিভিশনের প্রথম টিভি সিরিয়াল- ত্রিরত্ন (১৯৬৬ সালে প্রচারিত হয়)। বাংলাদেশে 'ডিস এন্টিনা' ব্যবহার চালু হয়- ১৯৯২ সালে। বাংলাদেশ টেলিভিশন সি.এন.এন (ঈ.ঘ.ঘ.)-এর অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম শুরু করে- ১৯৯২ সালে (বর্তমানে সম্প্র্রচার বন্ধ)। বাংলাদেশ টেলিভিশন বি.বি.সি-এর অনুষ্ঠান সম্প্র্রচার কার্যক্রম শুরু করে- ১৯৯৩ (বর্তমানে সম্প্র্রচার বন্ধ)। 'বাংলা টিভি' দেশের বাইরে প্রথম চালু হয়- ব্রিটেনে, ১৯৯৮ সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল- একুশে টিভি (ঊঞঠ)। 'একুশে টিভি' আনুষ্ঠানিকভাবে সম্প্রচার কার্যক্রম শুরু করে- ২০০০ সাল থেকে। 'একুশে টিভি' সম্প্রচার বন্ধ হয়ে যায়- ২০০২ সালে। বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ প্রোগ্রাম গৃহীত হয়- ১৯৯৪ সালে। বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্যাকেজ নাটক- প্রাচীর পেরিয়ে। বিটিভি স্যাটেলাইট চ্যানেলের নাম- বিটিভি ওয়ার্ল্ড। বাংলাদেশ টেলিভিশন আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট চ্যানেল 'বিটিভি ওয়ার্ল্ড' সম্প্র্রচার শুরু করে- ১১ এপ্রিল ২০০৪ সন্ধ্যা ৭টা থেকে। বাংলাদেশ ডাকবিভাগ- বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকিট চালু হয়- ২০ জুলাই, ১৯৭১ সালে। স্বাধীনতার পরে ১ম ডাক টিকিট প্রকাশ- ২১ ফেব্রম্নয়ারি, ১৯৭২ সালে।