নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

প্রকাশ | ১১ অক্টোবর ২০২৩, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
চতুর্দশ অধ্যায় ১। বঙ্গবন্ধু ১৯৭১ সালের কত তারিখে গ্রেপ্তার হন? (ক) ২৫ মার্চ (খ) ২৬ মার্চ (গ) ২৭ মার্চ (ঘ) ২৮ মার্চ উত্তর :(খ) ২৬ মার্চ ২। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর দায়িত্ব কেন পালন করেন? (ক) সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিলেন বলে (খ) দেশ পুনর্গঠনের জন্য (গ) রাজাকারদের শাস্তি দেওয়ার জন্য (ঘ) স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে উত্তর : (ঘ) স্বাধীন রাষ্ট্র পরিচালনা করতে নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও : 'ক' রাষ্ট্রের রমেশ, আবদুলস্নাহ, লিন্ডা গোমেজ ও অমল বড়ুয়া সবাই তাদের পূজা, ঈদ, বড় দিন ও বৌদ্ধপূর্ণিমা ইত্যাদি অনুষ্ঠান স্বাধীনভাবে ধুমধাম করে পালন করে। এসব অনুষ্ঠান উদযাপনে রাষ্ট্র কাউকে কোনো বিশেষ পৃষ্ঠপোষকতা দেয় না। ৩। 'ক' রাষ্ট্রে ১৯৭২-এর সংবিধানের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? (ক) গণতন্ত্র (খ) ধর্মনিরপেক্ষতা (গ) জাতীয়তাবাদ (ঘ) সমাজতন্ত্র উত্তর :(খ) ধর্মনিরপেক্ষতা ৪। এ বৈশিষ্ট্য মানুষকে দেয়- (ক) ধর্মীয় স্বাধীনতা (খ) অর্থনৈতিক স্বাধীনতা (গ) সামাজিক স্বাধীনতা (ঘ) সাংস্কৃতিক স্বাধীনতা উত্তর :(ক) ধর্মীয় স্বাধীনতা ৫। বঙ্গবন্ধুর দায়িত্ব পালনের সময়কাল হিসেবে নিচের কোনটি সমর্থনযোগ্য? (ক) ১৯৭০-১৯৭১ (খ) ১৯৭২-১৯৭৫ (গ) ১৯৭৩-১৯৭৬ (ঘ) ১৯৭৪-১৯৭৭ উত্তর :(খ) ১৯৭২-১৯৭৫ ৬। কোন ক্ষেত্রে বঙ্গবন্ধু জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নেন? (ক) শিক্ষা (খ) স্বাস্থ্য (গ) শিল্প (ঘ) কৃষি উত্তর :(ক) শিক্ষা ৭। ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট চালুর তারিখ কোনটি? (ক) ১৮ জুন ১৯৭৩ (খ) ২১ জুন ১৯৭৩ (গ) ১৮ জুন ১৯৭৪ (ঘ) ১৮ জুলাই ১৯৭৪ উত্তর :(ক) ১৮ জুন ১৯৭৩ ৮। গণপরিষদের প্রথম অধিবেশন কখন বসে? (ক) ১০ এপ্রিল ১৯৭১ (খ) ১০ এপ্রিল ১৯৭২ (গ) ১১ এপ্রিল ১৯৭২ (ঘ) ১৭ এপ্রিল ১৯৭২ উত্তর :(খ) ১০ এপ্রিল ১৯৭২ ৯। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? (ক) ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ (খ) ২১ সেপ্টেম্বর ১৯৭৪ (গ) ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ (ঘ) ১ ডিসেম্বর ১৯৭৪ উত্তর :(ক) ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও : রৌদ্র তার বাবার সাথে শেরেবাংলা নগর বেড়াতে গেল। তার বাবা তাকে জাতীয় সংসদ ভবন দেখিয়ে বললেন, এখানে সংবিধান তৈরি হয় এবং এই সংবিধান প্রথম হয়েছিল মহান নেতা বঙ্গবন্ধুর সময়ে। এত মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার মূল নীতির উলেস্নখ করা হয়েছে। ১০। বাংলাদেশের সংবিধান রচয়িতার নাম কী? (ক) আবুল বারাকাত (খ) সুরঞ্জিত সেনগুপ্ত (গ) ডক্টর কামাল হোসেন (ঘ) আব্দুল জলিল উত্তর : (গ) ডক্টর কামাল হোসেন ১১। আমাদের সংবিধানের মূলনীতিগুলো হলো- (র) গণতন্ত্র (রর) সমাজতন্ত্র (ররর) ধর্মনিরপেক্ষতা নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর \হউত্তর :(ঘ) র, রর ও ররর ১২। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু যেটি সম্পর্কে স্পষ্ট বক্তব্য দেন (র) যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন (রর) স্বাধীন রাষ্ট্রে আশু করণীয় ও নীতিনির্ধারণী বিষয়ে (ররর) নবীন রাষ্ট্র হিসেবে বিশ্বের অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর : (ঘ) র, রর ও ররর ১৩। নিচের কোনটি প্রথম পাঁচশালা পরিকল্পনা? (ক) ১৯৭১-১৯৭৫ (খ) ১৯৭২-১৯৭৬ (গ) ১৯৭৩-১৯৭৮ (ঘ) ১৯৭৪-১৯৭৯ উত্তর :(গ) ১৯৭৩-১৯৭৮ ১৪। বঙ্গবন্ধু শিক্ষকদের কয় মাসের বকেয়া বেতন পরিশোধ করেন? (ক) ৬ মাস (খ) ৭ মাস (গ) ৯ মাস (ঘ) ১০ মাস উত্তর :(গ) ৯ মাস ১৫। গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে? (ক) শাহ আব্দুল হামিদ (খ) শওকত আলী (গ) আক্তার হামিদ সিদ্দিকী (ঘ) মোহম্মদ উলস্নাহ উত্তর :(ক) শাহ আব্দুল হামিদ ১৬। বিরাট সংখ্যক মুসলিম দেশের সমর্থন অর্জনের সমর্থনযোগ্য কারণ- (র) জাতিসংঘের সদস্যপদ লাভ (রর) ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ (ররর) কমনওয়েলথের সদস্যপদ লাভ নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর উত্তর :(খ) রর ১৭। বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন কোনটি? (ক) ১৫ আগস্ট ১৯৭৫ (খ) ১৬ আগস্ট ১৯৭৫ (গ) ১৭ আগস্ট ১৯৭৫ (ঘ) ১৮ আগস্ট ১৯৭৫ উত্তর : (ক) ১৫ আগস্ট ১৯৭৫ ১৮। বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে কোনটি সঠিক? (ক) অলিখিত (খ) সুপরিবর্তনীয় (গ) অপরিবর্তনীয় (ঘ) দুষ্পরিবর্তনীয় উত্তর :(ঘ) দুষ্পরিবর্তনীয় হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়