জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৪ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ড. ফ্লোরা মজিদ
সরকারের পৃষ্ঠপোষকতায় ক্লিনিক ভিত্তিক পরিবার- পরিকল্পনা কর্মসূচি চালু হয়- ১৯৬০ সালে। মাঠ ভিত্তিক পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয়- ১৯৬৫ সালে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর সৃষ্টি করা হয়- ১৯৭৫ সালে। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার- ঐবধষঃয, ঘঁঃৎরঃরড়হ ধহফ চড়ঢ়ঁষধঃরড়হ ঝবপঃড়ৎ চৎড়মৎধস(ঐঘচঝচ) চালু করে। (ঐঘচঝচ) চালু করে- ২০০৩ সালে। ঘঈচঈ-এর পূর্ণরূপ- ঘধঃরড়হধষ ঈড়ঁহপরষ ভড়ৎ চড়ঢ়ঁষধঃরড়হ ঈড়হঃৎড়ষ. ঋচঅই-এর পূর্ণরূপ - ঋধসরষু চষধহহরহম অংংড়পরধঃরড়হ ড়ভ ইধহমষধফবংয. ঋচঅই প্রতিষ্ঠিত হয়- ১৯৫৩ সালে। ওচচঋ-এর পূর্ণরূপ- ওহঃবৎহধঃরড়হধষ চষধহহবফ চধৎবহঃযড়ড়ফ ঋবফবৎধঃরড়হ. বাংলাদেশ থেকে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি গ্রহণ করে -৭ এপ্রিল, ১৯৭৯ সালে। বাংলাদেশে থেকে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু করা হয়- ১৯৮৫ সাল থেকে। জরভঃ ঠধষষু ঋবাবৎ- মশক বাহিত রোগ। 'বাঘা মশার' জীবাণু- এডিস এলিপকপটাস। 'স্পিরুলিনা'- শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ওষুধ। স্পিরুলিনার আবিষ্কারক- ড. ফ্লোরা মজিদ। ডায়বেটিস সচেতনতা দিবস পালিত হয়- ২৮ ফেব্রম্নয়ারি। জাতীয় স্যানিটেশন মাস- অক্টোবর। স্যানিটেশন মাস পালিত হয়- ২০০৩ সাল থেকে। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়- ১৯৭৬ সালে।