জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম- এডিস মশা। ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী পদ্ধতির আবিষ্কারক- ড. বিজন কুমার শীল। 'বার্ড ফ্লু'- পাখির এক ধরনের ইফ্লুয়েঞ্জা। যে কোনো প্রাণী বার্ড ফ্লুতে আক্রান্ত হয়- ঐ৫ঘ১ভাইরাসের কারণে। বিশ্বের প্রথম বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া যায়- হংকং (১৯৯৭ সালে)। ঐওঠ-এর পূর্ণরূপ-ঐঁসধহ ওসসঁহড়ফবভরপরবহপু ঠরৎঁং. উপমহাদেশে সর্বপ্রথম আর্সেনিক দূষণ ধরা পড়ে- ১৯৭৮ সালে (ভারতের পশ্চিমবঙ্গে)। সর্বপ্রথম মৌল আর্সেনিক আবিষ্কার করেন- ১২৫০ সালে, জার্মানির আলবার্টাস ম্যাগনাম। বাংলাদেশে প্রথম আর্সেনিক শনাক্ত করা হয়- ১৯৯৩ সালের, চাঁপাইনবাবগঞ্জ জেলার বারঘরিয়াতে। আর্সেনিকের দুটি বিষাক্ত যৌগ- আর্সেনাইট ও আর্সেনেট। 'ব্যাক ফুট'- আর্সেনিক আক্রান্ত মানবদেহে প্রদাহ সৃষ্টিকারী এক ধরনের রোগ। আর্সেনিকের প্রতীক- অং। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা- ৩৩। সার্স (ঝঅজঝ)-এর পূর্ণরূপ-ঝবাবৎব অপঁঃব জবংঢ়রৎধঃড়ৎু ঝুহফৎড়সব. সার্স রোগে আক্রান্ত হয়- করোনাভাইরাসের কারণে। দেশের প্রথম কালাজ্বর হাসপাতাল ও ট্রেনিং সেন্টার- ময়মনসিংহ অবস্থিত। বাংলাদেশে পরমাণু চিকিৎসাকেন্দ্র আছে- ১৩টি। বাংলাদেশে পরমাণু চিকিৎসাকেন্দ্রগুলো পরিচালনা করে- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কলেরা হাসপাতাল (বর্তমানে ওঈউউজই)- ঢাকার মহাখালীতে অবস্থিত। ঊচও ু ঊীঢ়ধহফবফ চৎড়মৎধসসব ড়হ ওসসঁহরুধঃরড়হ অর্থাৎ সম্প্র্রসারিত টিকাদান কর্মসূচি। ঊচও টিকা প্রদান করে- পোলিও, হাম, ডিপথেরিয়া, যক্ষ্ণা, ধনুষ্টঙ্কার, হুপিংকাশি। গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয়- ১৯৭৬ সালে। ইঈএ-এর পূর্ণরূপ- ইধপরষষব ঈধষসবঃঃব এঁবৎরহ. উচঞ-এর পূর্ণরূপ-উরঢ়ঃযবৎরধ-চবৎঃঁংংরং-ঞবঃধহঁং. ঙচঠ-এর পূর্ণরূপ- ঙৎধষ চড়ষরড় ঠধপপরহব.