পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। শব্দ শব্দের অর্থ পৃষ্ঠপোষকতা সহায়তা করা। রোমাঞ্চকর শিহরণ জাগায় এমন। নয়নাভিরাম সুন্দর, দেখতে ভালো লাগে এমন। আভা সৌন্দর্য, শোভা। নাজুক আঘাত সহ্য করতে পারে না এমন, সঙ্গীন। উদ্যোগ আয়োজন। ক) সকালের আকাশে সূর্যের সোনালি ........ দেখে মন ভরে গেল। খ) ট্রেনে চড়ার ...... অভিজ্ঞতার কথা ভোলার নয়। গ) স্যারের ......ছাড়া অনুষ্ঠানটি করা যেত না। ঘ) বাড়িটির আশপাশের সবুজ প্রকৃতি খুবই ......। ঙ) গ্রামের সেতুটি ..... অবস্থায় আছে। উত্তর : ক) আভা; খ) রোমাঞ্চকর; গ) পৃষ্ঠপোষকতা; ঘ) নয়নাভিরাম; ঙ) নাজুক। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক) হামহাম জলপ্রপাতের আশপাশের পরিবেশ কেমন? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : হামহাম জলপ্রপাতের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। আয়নার মতো স্বচ্ছ পানি অনেক উঁচু থেকে আছড়ে পড়ছে পাথরের গায়ে। পাহাড় আর পানির ঘর্ষণে জলীয়বাষ্প উৎপন্ন হয়ে তৈরি হয়েছে কুয়াশার আভা। নিকটবর্তী বনে রয়েছে বানর, উলস্নুকসহ হাজার ধরনের পাখপাখালি। জলপ্রপাতের শব্দের সঙ্গে জঙ্গলের নানা প্রাণীর ডাক মিশে গোটা পরিবেশটা হয়েছে রোমাঞ্চকর। খ) হামহাম জলপ্রপাতকে অনেকে 'হাম্মাম' জলপ্রপাত বলে কেন? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : 'হামহাম' জলপ্রপাতকে ঘিরে স্থানীয় ত্রিপুরা আদিবাসীদের মধ্যে প্রচলিত একটি কাহিনী আছে। তা হলো, 'হামহাম' জলপ্রপাতের পানি পতনের স্থানে একসময় পরীরা গোসল করত। গোসলখানাকে আরবিতে বলে 'হাম্মাম'। আবার ত্রিপুরাদের টিপরা ভাষায় জলের স্রোতধ্বনিকেও হাম্মাম বলা হয়। তাই স্থানীয়দের অনেকে এ জলপ্রপাতটিকে 'হাম্মাম' নামেও অভিহিত করেন। গ) এখনো খুব বেশি মানুষের হামহাম জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়নি কেন তা পাঁচটি বাক্যে লেখো। উত্তর : এখনো অনেক মানুষ হামহাম জলপ্রপাত দেখার সৌভাগ্য থেকে বঞ্চিত। কারণ : ১) খুব কম মানুষই এটি সম্পর্কে জানে। ২) এটি অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। ৩) যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক। ৪) সরকারি পৃষ্ঠপোষকতা ও আগ্রহের ঘাটতি রয়েছে। ৫) প্রয়োজনীয় প্রচার-প্রচারণার অভাব রয়েছে। ঘ) জলপ্রপাতটির উন্নয়নে কী করা উচিত বলে তুমি মনে করো? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : জলপ্রপাতটির উন্নয়নে যা করা উচিত- ১) সরকারি পৃষ্ঠপোষকতা লাভের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ২) চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। ৩) পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। ৪) যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। ৫) স্থানীয় জনগণের কাছে এর অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরতে হবে। যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। প্র, ক্র, স্ম, ন্ড, ন্ধ, চ্ছ, গ্র, ম্ভ, শ্ব, স্র, হ্ব। উত্তর : প্র = প্‌ + র-ফলা ( ্র ), প্রচুর -সুন্দরবনে প্রচুর হরিণ আছে। ক্র = ক্‌ + র-ফলা ( ্র ),শুক্রবার -শুক্রবারে বিদ্যালয় ছুটি থাকে। স্ম = স্‌ + ম-ফলা (্ম), স্মৃতি -গত বনভোজনের স্মৃতি এখনো মনে পড়ে। ন্ড = ণ্‌ + ড, দন্ড -অপরাধীকে দন্ড দেওয়া হয়। ন্ধ = ন্‌ + ধ -সুগন্ধ -বেলী ফুলের সুগন্ধে মন মাতে। চ্ছ = চ্‌ + ছ, পুচ্ছ - পাখিটি পুচ্ছ তুলে নাচছে। গ্র = গ + র-ফলা ( ্র ), আগ্রহ- খেলাধুলায় খুকির বেশ আগ্রহ। ম্ভ = ম + ভ, দম্ভ - দম্ভ দেখানো ভালো নয়। শ্ব = শ + ব-ফলা (ব), আশ্বিন- ভাদ্র ও আশ্বিন মাস মিলে শরৎকাল। স্র = স + র-ফলা ( ্র ), স্রষ্টা- আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি। হ্ব = হ + ব, আহ্বান- শিক্ষকের আহ্বানে আমরা মাঠে গেলাম। বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুনঃলিখন বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি আবার লেখো। ১. বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম চলো নায়াগ্রা চলো নায়াগ্রা আহ্‌ দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে উত্তর : বন্ধুরই এক বিশাল গাড়িতে একদিন চড়ে বসলাম। চলো নায়াগ্রা, চলো নায়াগ্রা। আহ্‌, দেশে ফিরে গিয়ে কী গল্পটাই না করা যাবে! ২. কিন্তু বিশ্ব ভূমন্ডল বড়ই বিচিত্র কত অসম্ভব ব্যাপারই যে ঘটে পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। উত্তর : কিন্তু বিশ্ব-ভূমন্ডল বড়ই বিচিত্র। কত অসম্ভব ব্যাপারই যে ঘটে! পৃথিবীতে সবচেয়ে বৃহৎ জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। ৩. এখন অন্য কথায় আসি জলপ্রপাত দেখতে যাব কিন্তু পাহাড় দেখব না একি কখনো সম্ভব? সম্ভব নয়। উত্তর : এখন অন্য কথায় আসি। জলপ্রপাত দেখতে যাব, কিন্তু পাহাড় দেখব না- একি কখনো সম্ভব? সম্ভব নয়। এককথায় প্রকাশ/ক্রিয়াপদের চলিত রূপ লিখন এককথায় প্রকাশ করো। ক) উঁচু-নিচু বা পাহাড়ি নয় এমন- সমতল; খ) ভালো ভাগ্য- সৌভাগ্য; গ) সম্ভব নয় এমন- অসম্ভব ঘ) প্রবল স্রোতবিশিষ্ট- খরস্রোতা ঙ) সবচেয়ে বৃহৎ- সর্ববৃহৎ ক্রিয়াপদের চলিত রূপ লেখো। হইয়াছিল, উঠিল, যাইব, চড়িয়া, ঘটিতেছে, বহিতেছে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়