দ্বাদশ শ্রেণির সমাজকর্ম দ্বিতীয় পত্র

প্রকাশ | ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
চতুর্থ অধ্যায় ১০. মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি? ক) পরনির্ভরতা খ) স্বনির্ভরতা গ) সহযোগিতা ঘ) সংঘবদ্ধতা উত্তর:গ) সহযোগিতা ১১. কোনটি দলগত কার্যকলাপের একটি রূপ? ক) সামাজিক সংঘ খ) সামাজিক সংস্থা গ) সামাজিক প্রতিষ্ঠান ঘ) সামাজিক সংগঠন উত্তর:ঘ) সামাজিক সংগঠন ১২. সমাজ কর্তৃক সৃষ্ট কোন ধরনের সমস্যা নিরূপণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে থাকে? ক) ব্যক্তিগত সমস্যা খ) দলীয় সমস্যা গ) সামাজিক সমস্যা ঘ) সমষ্টিগত সমস্যা উত্তর:গ) সামাজিক সমস্যা ১৩. 'প্রতিষ্ঠান' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? ক) অমবহপু খ) ওহংঃরঃঁঃরড়হ গ) অংংড়পরধঃরড়হ ঘ) ঈড়সসঁহরঃু উত্তর:খ) ওহংঃরঃঁঃরড়হ ১৪. সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ হিসেবে যা অধিক যুক্তিযুক্ত- র. বিদ্যালয় রর. পরিবার ররর. রাষ্ট্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: ঘ) র, রর ও ররর ১৫. প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত? ক) পরিবার খ) সমাজ গ) জনগণ ঘ) ইন্ডাস্ট্রি উত্তর:ক) পরিবার ১৬. কতকগুলো কার্যাবলির সমন্বিত রূপ হলো- ক) আইন খ) প্রথা গ) সংবিধান ঘ) প্রতিষ্ঠান উত্তর:ঘ) প্রতিষ্ঠান ১৭. 'ঝড়পরধষ ওহংঃরঃঁঃরড়হ' গ্রন্থের রচয়িতা কে? ক) বার্নস খ) ম্যাকাইভার গ) নিমকফ ঘ) অগবার্ন উত্তর:ক) বার্নস ১৮. কোনটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও পরিচালিত? ক) সংগঠন খ) ক্লাব গ) সংস্থা ঘ) প্রতিষ্ঠান উত্তর: ঘ) প্রতিষ্ঠান ১৯. 'প্রতিষ্ঠান হলো এমন ঢাকা যার ওপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়।' উক্তিটি করেছেন কে? খ) ম্যাকাইভার ও পেজ খ) অগাস্ট কোঁৎ গ) অগবার্ন ঘ) জিসবার্ট উত্তর: ঘ) জিসবার্ট ২০. 'ঋঁহফধসবহঃধষং ড়ভ ঝড়পরড়ষড়মু' গ্রন্থের রচয়িতা কে? খ) ম্যাকাইভার ও পেজ খ) অগাস্ট কোঁৎ গ) অগবার্ন ঘ) জিসবার্ট উত্তর:ঘ) জিসবার্ট ২১. 'প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা- যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে।' উক্তিটি করেছেন কে? ক) জিসবার্ট খ) ফ্রিডল্যান্ডার ক) গ্রিড উড ঘ) বার্নস উত্তর:ক) জিসবার্ট ২২. ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী? ক) প্রতিষ্ঠান খ) পুলিশ গ) নিরাপত্তাবাহিনী ঘ) সেনাবাহিনী উত্তর:ক) প্রতিষ্ঠান ২৩. সামাজিক প্রতিষ্ঠান বলতে বোঝায়- র. একটি কর্মপদ্ধতিকে রর. সামাজিক সংগঠনকে ররর. প্রতিষ্ঠিত আচার-আচরণ এবং কার্য প্রণালিকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর:ঘ) র, রর ও ররর ২৪. 'ঞযব চংুপযড়ষড়মু ড়ভ ঐঁসধহ ঝড়পরবঃু' গ্রন্থের রচয়িতা কে? ক) গধপষাবৎ খ) অঁমঁংঃ ঈড়সঃব গ) ঊষষড়িড়ফ ঘ ঐ.ঊ.ইধৎহবৎ উত্তর:গ) ঊষষড়িড়ফ ২৫. 'প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা- যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত।' উক্তিটি করেছেন কে? ক) জিসবার্ট খ) এলউড খ) অগবার্ন ঘ) নিমকফ উত্তর:খ) এলউড ২৬. 'ঝড়পরবঃু' নামক গ্রন্থের রচয়িতা কে? ক) ম্যাকাইভার খ) অগাস্ট কোঁৎ গ) অগবার্ন ঘ) জিসবার্ট উত্তর:ক) ম্যাকাইভার ২৭. 'প্রতিষ্ঠান হচ্ছে সামাজিক কার্যপ্রণালির প্রতিষ্ঠিত প্রথা, প্রক্রিয়া বা নিয়মাবলি।' উক্তিটি করেছেন কে? ক) ম্যাকাইভার খ) অগাস্ট কোঁৎ গ) অগবার্ন ঘ) জিসবার্ট উত্তর:ক) ম্যাকাইভার ২৮. সমাজ কাঠামোর বিভিন্ন উপাদান ও নীতিমালার মাধ্যমে কীসের জন্ম? ক) সামাজিক পরিকল্পনার খ) সামাজিক আইনের গ) সামাজিক গবেষণার ঘ) সামাজিক প্রতিষ্ঠানের উত্তর:ঘ) সামাজিক প্রতিষ্ঠানের ২৯. 'ঝড়পরধষ ওহংঃরঃঁঃরড়হ'-এর বাংলা প্রতিশব্দ কী? ক) সামাজিক আইন খ) সামাজিক সংস্থা গ) সামাজিক প্রতিষ্ঠান ঘ) সামাজিক প্রথা উত্তর:গ) সামাজিক প্রতিষ্ঠান ৩০. অমবহপু শব্দের অর্থ কী? ক) প্রতিষ্ঠান খ) বিদ্যালয় গ) সংস্থা ঘ) আইন উত্তর:গ) সংস্থা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়