জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বিজ্ঞান)

আকষর্ণ সম্পকির্ত নিউটনের সূত্রটি কী?

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। অধ্যায় : ৭ জ্ঞানমূলক প্রশ্নোত্তর ১১১। চন্দ্রপৃষ্ঠে একজন লোকের ওজন ভ‚-পৃষ্ঠের তুলনায় Ñ উত্তর : কম ১১২। পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ১০ কেজি হলে চন্দ্রে এর ভর কত হবে উত্তর : ১০ কেজি ১১৩। কোনো বস্তুর ভর ২০ কেজি হলে ওই বস্তুর অভিকষর্ বল কত হবে? উত্তর : ১৯৬ নিউটন ১১৪। পৃথিবীর কোনো স্থানে অভিকষর্জ ত্বরণ ৯.৮ মিটার / সেকেন্ড ২ এবং ওই স্থানে বস্তুর ওজন ৯৮০ কেজি হলে বস্তুর ভর কত? উত্তর : ১০০ কেজি ১১৫। ভ‚-পৃষ্ঠে একটি বস্তুর ওজন ৭২ নিউটন হলে চঁাদে এর ওজন কত হবে? উত্তর : ১২ নিউটন ১১৬। চঁাদে একটি বস্তুর ওজন ৯০ নিউটন হলে, ভ‚-পৃষ্ঠে এর ওজন কত হবে? উত্তর : ৫৪০ নিউটন ১১৭। ভ‚-পৃষ্ঠে একটি বস্তুর ওজন ৫০ নিউটন হলে এর ভর কত হবে? উত্তর : ৫.১ কেজি ১১৮। ৭০ কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর চঁাদের কক্ষপথে কত থাকবে? উত্তর : ৭০ কেজি। ১১৯। পৃথিবীর ব্যাসাধর্ অধের্ক করা সম্ভব হলে অভিকষর্জ ত্বরণের মান কেমন হবে? উত্তর : ৪ গুণ হবে ১২০। বিষুবীয় অঞ্চলে অভিকষর্জ ত্বরণের মান কম হওয়ার জন্য দায়ী? উত্তর : পৃথিবীর ব্যাসাধর্ ১২১। কোন একক ব্যবহার করে বেশি ভরকে মাপা হয়? উত্তর : মেট্রিক টন ১২২। কোনো বস্তুর ওজন ৪৯২ নিউটন হলে এর ভর কত? উত্তর : ৫০.২০ গ্রাম ১২৩। লিফটের চেন ছিঁড়ে যাওয়ায় লিফটে দঁাড়ানো একজন লোকের ওজন হবে? উত্তর : শূন্য ১২৪। লিফট যদি মুক্তভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ কত হবে? উত্তর : শূন্য ১২৫। লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি নিজেকে ওজনহীনতা অনুভব করতে পারে? উত্তর : লিফটটি যখন ম ত্বরণে নিচে নামে ১২৬। বস্তুর কোন ধমের্র অবস্থান, আকৃতি ও গতি পরিবতের্নর জন্য পরিবতির্ত হয় না? উত্তর : ভর ১২৭। পৃথিবী সব বস্তুকে কোন দিকে টানে? উত্তর : তার নিজের দিকে ১২৮। আকষর্ণ সম্পকির্ত নিউটনের সূত্রটি কী নামে পরিচিত? উত্তর : নিউটনের মহাকষর্ সূত্র ১২৯। মহাকষর্ সূত্রানুসারে, আকষর্ণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এর গাণিতিক রূপ লিখ। উত্তর : ১৩০। মহাকষর্ সূত্রানুসারে, আকষর্ণ বলের মান বস্তুকণাদ্বয়ের দূরত্বের বগের্র ব্যস্তানুপাতিক। এর গাণিতিক রূপ লিখ। উত্তর :