প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি (বাংলা)

স্নেহের কথা কী নিবারণ করে?

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর পাছে লোকে কিছু বলে ৩০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কোন ছন্দে লিখিত? ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর সঠিক উত্তর : ক. মাত্রাবৃত্ত ৩১. ‘সংশয়’ শব্দটি দ্বারা বোঝায়Ñ র. সন্দেহ রর. দ্বিধা ররর. অমলিন নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও রর ৩২. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূল বক্তব্য হলোÑ র. নিজেকে গুটিয়ে না রাখা রর. সমালোচনায় কান না দেয়া ররর. দ্বিধাগ্রস্ত সিদ্ধান্ত নেয়া নিচের কোনটি সঠিক? ক. ররর খ. রর ও ররর গ. র ও রর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : গ. র ও রর ৩৩. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? ক. সংকোচ খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা সঠিক উত্তর : ক. সংকোচ