৬ষ্ঠ শ্রেণির পড়ালেখা (গণিত)

প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে অধ্যায়ভিত্তিক বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো।

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ২২। সংখ্যাগুলোকে মানের ঊধ্বর্ক্রম অনুসারে সাজালে নিচের কোনটি হবে? ক. -২, -১, ০, ১, ২ খ. ০, ১, ২, -২, -১ গ. ২, ১, ০, -১, -২ ঘ. -২, ১, ০, -১, ২ সঠিক উত্তর: ক. -২, -১, ০, ১, ২ ২৩। -১২ একটি ঋণাত্মক পূণর্ সংখ্যা হলেÑ র. এটি একটি স্বাভাবিক সংখ্যা রর. সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা ১২ ররর. সংখ্যাটি ও সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফল ০ (শূন্য) নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর: খ. রর ও ররর ২৪। -৬+ ড় = ০ হলে, ড় ঘরে কোন সংখ্যা বসবে? ক. -৬ খ. ০ গ. +৬ ঘ. +১২ সঠিক উত্তর: গ. +৬ ২৫। -৬ ড় ৮ + (-১০) হলে, ড় ঘরে কোনটি বসবে? ক. < খ. ০ গ. > ঘ. - সঠিক উত্তর: ক. <