প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)

ইউনিসেফ কী কাজ করে?

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো। ত্রয়োদশ অধ্যায় প্রশ্ন ২. বহিবির্শ্ব কাকে বলে? উত্তর : নিজ দেশের বাইরে যেসব দেশ রয়েছে এসব দেশকে বহিবির্শ্ব বলে। প্রশ্ন ৩. সাকর্ কী ধরনের সংস্থা? উত্তর : সাকর্ একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা। প্রশ্ন ৪. বিশ্বে এ পযর্ন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে? উত্তর : বিশ্বের এ পযর্ন্ত দুটি বিশ্বযুদ্ধ হয়েছে। প্রশ্ন ৫. কত তারিখে জাতিসংঘ গঠিত হয়? উত্তর : ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ গঠিত হয়। প্রশ্ন ৬. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তর : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। প্রশ্ন ৭. বতর্মানে জাতিসংঘের সদস্যসংখ্যা কত? উত্তর : বতর্মানে জাতিসংঘের সদস্যসংখ্যা ১৯৩। প্রশ্ন ৮. জাতিসংঘের কয়টি শাখা রয়েছে? উত্তর : জাতিসংঘের ছয়টি শাখা রয়েছে। প্রশ্ন ৯. বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে? উত্তর : বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। প্রশ্ন ১০. জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র কতটি? উত্তর : জাতিসংঘের স্থায়ী সদস্যরাষ্ট্র পঁাচটি। প্রশ্ন ১১. ইউনিসেফ কী কাজ করে? উত্তর : ইউনিসেফ বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে। প্রশ্ন ১২. ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর : ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়কের্ অবস্থিত। প্রশ্ন ১৩. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর : ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত। প্রশ্ন : ১৪. ২১ ফেব্রæয়ারি আমাদের ভাষা শহীদ দিবস বিশ্ব মাতৃভাষা দিবসের মযার্দা পেয়েছে কোন সংস্থার সহায়তায়? উত্তর : ২১ ফেব্রæয়ারি আমাদের ভাষা শহীদ দিবস বিশ্ব মাতৃভাষা দিবসের মযার্দা পেয়েছে ইউনেস্কোর সহায়তায়। প্রশ্ন ১৫. ঋঅঙ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তর : ইতালির রোমে ঋঅঙ-এর সদর দপ্তর অবস্থিত। প্রশ্ন ১৬. বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর : ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। প্রশ্ন ১৭. সাকর্ গঠিত হয় কোন তারিখে? উত্তর : ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সাকর্ গঠিত হয়। প্রশ্ন ১৮. সাকের্র বতর্মান সদস্য দেশ কয়টি? উত্তর : সাকের্র বতর্মান সদস্য দেশ ৮টি। প্রশ্ন ১৯. সাকের্র সবের্শষ সদস্য দেশ কোনটি? উত্তর : সাকের্র সবের্শষ সদস্য বেশ আফগানিস্তান।