প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি (বাংলা)

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী য়

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
৮৭. রূপসী বাংলার কবি কে? (ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) কাজী নজরুল ইসলাম (গ) জীবনানন্দ দাশ (ঘ) জসীমউদদীন উত্তর : (গ) জীবনানন্দ দাশ ৮৮. জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? (ক) ধূসর পাÐুলিপি (খ) ঝরা পালক (গ) বনলতা সেন (ঘ) সাতটি তারার তিমির উত্তর : (খ) ঝরা পালক ৮৯. জীবনানন্দ দাশের জন্মস্থান কোথায়? (ক) বরিশাল জেলা (খ) ফরিদপুর জেলা (গ) ঢাকা জেলা (ঘ) হুগলী জেলা উত্তর : (ক) বরিশাল জেলা ৯০. তিনের দশকের সবচেয়ে ‘তথাকথিত’ কোন গণবিছিন্ন কবি এখন বেশি জনপ্রিয়? (ক) বুদ্ধদেব বসু (খ) জীবনানন্দ দাশ (গ) বিষ্ণু দে (ঘ) সুকান্ত ভট্টাচাযর্ উত্তর : (খ) জীবনানন্দ দাশ ৯১. জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থটি কিসের পরিচায়ক? (ক) স্বদেশপ্রীতি ও নিসগর্ময়তা (খ) অপরাজেয় যৌবনের উদ্দামতা (গ) জীবনবোধ ও সজীবতার উজ্জ্বল চিত্র (ঘ) সংস্কৃতি ও ঐতিহ্যবোধ উত্তর : (ক) স্বদেশপ্রীতি ও নিসগর্ময়তা ৯২ . জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ - (ক) ধূসর পাÐুলিপি (খ) নিরলোকে দিব্যরথ (গ) একক সন্ধ্যায় বসন্ত (ঘ) উত্তর ফাল্গুনী উত্তর : (ক) ধূসর পাÐুলিপি ৯৩. কার কবিতাকে ‘চিত্ররূপময়’ বলা হয়েছে? (ক) জীবনানন্দ দাশ (খ) বুদ্ধদেব বসু (গ) প্রেমেন্দ্র মিত্র (ঘ) বিষ্ণু দে উত্তর : (ক) জীবনানন্দ দাশ ৯৪. কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? (ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাÐুলিপি (খ) ছাড়পত্র ও বনলতা সেন (গ) বনলতা সেন ও উত্তর ফাল্গুনী (ঘ) ঝরা পালক ও রাখালী উত্তর : (ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাÐুলিপি ৯৫. জীবনানন্দ দাশ প্রধানত - (ক) ছন্দের কবি (খ) ভাবের কবি (গ) প্রকৃতির কবি (ঘ) মানুষের কবি উত্তর : (গ) প্রকৃতির কবি ৯৬. বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে ‘এডগার এলান পো’ বিরচিত ‘টু হেলেন’ কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেন? (ক) জন্মই আমার আজন্ম পাপ (খ) প্রেমাংশুর রক্ত চাই (গ) নোলক (ঘ) বনলতা সেন উত্তর : (ঘ) বনলতা সেন