প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রকাশ | ১৪ মার্চ ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ষষ্ঠ অধ্যায় ৯। ও এর দুটি সমতুল ভগ্নাংশ লিখ। উত্তর : ও ১০। কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোন সাধারণ উৎপাদক না থাকলে তাকে কী বলে? উত্তর : ভগ্নাংশের লঘিষ্ঠ আকার ১১। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে। ১২। প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট? উত্তর : ১ থেকে ১৩। ও এর মধ্যে কোন ভগ্নাংশটি বড়? উত্তর : ১৪। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। ১৫। যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে কী বলে? উত্তর : মিশ্র ভগ্নাংশ ১৬। প্রকৃত ভগ্নাংশের ১ টি উদাহরণ দাও। উত্তর : ১৭। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়? উত্তর : সমস্ত ১৮। অপ্রকৃত ভগ্নাংশের ১ টি উদাহরণ দাও। উত্তর : ১৯। মিশ্র ভগ্নাংশের ১টি উদাহরণ দাও। উত্তর : ১ ২০। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে ভগ্নাংশটির লব ও হরের সাধারণ উৎপাদক কত? উত্তর : ১ ২১। যে ভগ্নাংশের মান ১ থেকে ছোট, সেটি কী ধরনের ভগ্নাংশ? উত্তর : দশমিক ভগ্নাংশ ২২। কোন ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে? উত্তর : মিশ্র ভগ্নাংশ ২৩। কোন ভগ্নাংশ ক্ম ঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = কত? উত্তর : ১ ২৪। কে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হবে? উত্তর : ১ ২৫। এর বিপরীত ভগ্নাংশ কত? উত্তর : ২৬। নাসরিনের স্কুল বাড়ি থেকে কিলোমিটার দূরে হলে, প্রতিদিন সে কত কিলোমিটার যাতায়াত করে? উত্তর : + = ২৭। ৩ এর বিপরীত ভগ্নাংশ লিখ। উত্তর : ২৮। একটি রুটিকে ভাগ করে আনিকা অংশ ও আয়রা অংশ নিল। কে বেশি রুটি নিল? উত্তর : আয়রা ২৯। এর দুইটি সমতুল ভগ্নাংশ লিখ। উত্তর : ও