রাবিতে সেমিনার

প্রকাশ | ১৯ জুলাই ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পারমাণবিক বিদ্যুৎশক্তি বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের পারমাণবিক শক্তি তথ্যকেন্দ্রের (আইসিওএনই) উদ্যোগে পরমাণু বিজ্ঞান সপ্তাহের অংশ হিসেবে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সিনেট ভবনে এই সেমিনারের উদ্বোধন করেন ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান। সেমিনারে পদাথির্বজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস অরুণ কুমার বসাক ‘বাংলাদেশে নিউক্লীয় বিদ্যুৎশক্তির গুরুত্ব’ শীষর্ক প্রবন্ধ উপস্থাপন করেন। পদাথির্বজ্ঞান বিভাগের প্রফেসর রায়হানা শামস ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা। পদাথির্বজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো. গোলাম মত্তুজা, রাশিয়ার উরাল ফেডারেল ইউনিভাসিির্টর শিক্ষক ড. ওলেগ তাসলিকভ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম ভ‚ঁইয়া, প্রকৌশলী মো. আলী জুলকারনায়েন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কমর্কার, প্রক্টর প্রফেসর মো. লুৎফর রহমান।