প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি (গণিত)

প্রকাশ | ১৫ মার্চ ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ষষ্ঠ অধ্যায় ৩১। ৫টি কলম থেকে ২টি কলম নেয়া হলো। মোট কলমের কত অংশ নেয়া হলো? উত্তর : অংশ ৩২। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট? উত্তর :প্রকৃত ভগ্নাংশ সপ্তম অধ্যায় ১। দশমিক ভগ্নাংশকে কী ধরনের সংখ্যা দিয়ে গুণ করা সুবিধাজনক? উত্তর : ডানে শূন্য আছে এমন সংখ্যা দিয়ে ২। ০.১ ক্ম ০.০১ ক্ম ০.০০১ = কত? উত্তর : ০.০০০০০১ ৩। ৬.১২৩ ক্ম ১০ = কত? উত্তর : ৬১.২৩ ৪। ০.২ ক্ম ২.২ ক্ম ২.২২ = কত? উত্তর : ০.৯৭৬৮ ৫। একটি বাঁশের ০.৩৯ অংশ মাটির নিচে এবং বাকি অংশ উপরে আছে। উপরে কত অংশ আছে? উত্তর : ০.৬১ অংশ ৬। মিলি এক কুড়ি লিচুর ০.৬ অংশ নিল। মিলি কতটি লিচু পেল? উত্তর : ১২টি ৭। ৫৭.৫ গু ০.২৩ = কত? উত্তর : ২৫০ ৮। ১৭৮০৭ গু ১০০ = কত? উত্তর : ১৭৮.০৭