বাংলাদেশ ও বিশ্বপরিচয়

চতুর্থ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
দুর্যোগ মোকাবেলা ১৩. উপকূলীয় এলাকার আমতলী গ্রামে কেবল জাফর সাহেবের ঘরে টেলিভিশন আছে। আবহাওয়া অধিদপ্তর থেকে ঐ এলাকায় ৫ নম্বর বিশেষ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। তা শোনার পর জাফর সাহেবের কী করা উচিত? ক. অন্যদের তা জানানো খ. নিজের সাধ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়া গ. নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা ঘ. উপরের সবগুলো উত্তর: ঘ. উপরের সবগুলো ১৪. বাংলাদেশে প্রধানত কোন ঋতুতে আগুন লাগার ঘটনা বেশি ঘটে? ক. শরৎ খ. বর্ষা গ. গ্রীষ্ম ঘ. হেমন্ত উত্তর: ক. শরৎ ১৫. কোন এলাকায় আগুন লাগার দুর্ঘটনা বেশি ঘটে? ক. সংরক্ষিত এলাকায় খ. আবাসিক এলাকায় গ. বস্তি এলাকায় ঘ. পলস্নী এলাকায় উত্তর: গ. বস্তি এলাকায় ১৬. ঘরবাড়িতে কী কারণে আগুন লাগে? ক. ঘরে রান্নার আয়োজন করলে খ. আতশবাজি ফোটালে গ. বৈদু্যতিক বাতি জ্বালিয়ে রাখলে ঘ. রান্নার কাজে হিটার ব্যবহার করলে উত্তর: খ. আতশবাজি ফোটালে ১৭. আগুন পোড়া শরীরে কতক্ষণব্যাপী পানি ঢালতে হয়? ক. ৫ মিনিট খ. ৮ মিনিট গ. ১০ মিনিট ঘ. ১২ মিনিট উত্তর: গ. ১০ মিনিট ১৮. কারখানার দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে। এখানে দাহ্য পদার্থ বলতে কী বোঝায়? ক. জ্বলন্ত পদার্থ খ. এক ধরনের আগুন গ. যে জিনিসে সহজে আগুন ধরে ঘ. শুকনো পদার্থ উত্তর: গ. যে জিনিসে সহজে আগুন ধরে ১৯. আমরা সচেতনতার মাধ্যমে আগুন লাগা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে তোমার কোনটি করা উচিত? ক. রান্নার পর চুলা জ্বালিয়ে রাখা খ. আগুন থেকে দূরে থাকা গ. আগুন লাগে যেসব কারণে সেগুলো না করা ঘ. আগুন দিয়ে খেলা না করা উত্তর: খ. আগুন থেকে দূরে থাকা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন:বন্যার সময় পানি তাড়াতাড়ি বাড়লে আমাদের কী করা উচিত? উত্তর :বন্যার সময় পানি তাড়াতাড়ি বাড়লে আমাদের নিরাপদ স্থান বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেওয়া উচিত। প্রশ্ন: কখন সাগরের উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয়? উত্তর :বর্ষা মৌসুমের আগে সাগরের উপরের দিকে নিম্নচাপ সৃষ্টি হয়। প্রশ্ন:বাংলাদেশে বন্যা হওয়ার কারণ কী? উত্তর :বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অতিরিক্ত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক কারণে বন্যা হয়। প্রশ্ন:বাংলাদেশে কোন সময়ে বন্যার প্রকোপ বেশি থাকে? উত্তর:বাংলাদেশে আষাঢ় থেকে আশ্বিন মাসের মধ্যে বন্যার প্রকোপ বেশি থাকে। প্রশ্ন:বন্যার সময় শিক্ষার্থীদের কী করা উচিত? উত্তর : বন্যার সময় শিক্ষার্থীদের পড়ার বই-খাতা পস্নাস্টিক ব্যাগে ভরে গুছিয়ে রাখা উচিত। প্রশ্ন: কোন সময়ে আগুন লাগার ঘটনা বৃদ্ধি পায়? উত্তর: শুষ্ক মৌসুমে আগুন লাগার ঘটনা বৃদ্ধি পায়। প্রশ্ন: বন্যার সময় কীভাবে পড়ালেখার ক্ষতি হয়? উত্তর: বন্যার সময় অনেক জায়গায় রাস্তা পানিতে ডুবে থাকে বলে শিশুরা স্কুলে যেতে পারে না। আবার অনেক স্কুলে মানুষ আশ্রয় নেওয়ার কারণে স্কুল বন্ধ থাকে। অনেকের বাড়ি পানিতে ডুবে গেলে শিশুসহ অন্যান্য ছাত্র-ছাত্রীদের বই-খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে যায়। ফলে তারা পড়ালেখা করতে পারে না। বন্যার সময় শিশুরা পরিবারের সাথে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। এসব কারণেই বন্যার সময় পড়ালেখার মারাত্মক ক্ষতি হয়। প্রশ্ন: ঘূর্ণিঝড় মোকাবেলায় কীভাবে মানুষকে সতর্ক করা হয়? উত্তর : ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্নভাবে মানুষকে সতর্ক করা হয়। যেমন: ১) অধিক ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বসবাসকারীদের বিভিন্ন সংকেতের মাধ্যমে ঘূর্ণিঝড়ের আগাম বার্তা জানানো হয়। যেমন- স্থানীয় হুঁশিয়ারি সংকেত ১ নম্বর, মহাবিপদ সংকেত ১০ নম্বর ইত্যাদি। ২) যারা সমুদ্রে মাছ ধরতে যান তারাও রেডিওর মাধ্যমে এই সংকেত শুনে সতর্ক হন। ৩) সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে রেডিও ছাড়াও টেলিভিশন এবং বিভিন্ন খবরের কাগজে সংকেত প্রচারের ব্যবস্থা করা হয়। ৪) ঘূর্ণিঝড় হওয়ার খবর বা সংকেত শুনে তা অন্যদের জানিয়েও সে অনুযায়ী প্রস্তুতি নেয়ার মাধ্যমে মানুষকে সতর্ক করা হয়। প্রশ্ন: কীভাবে বন্যা মোকাবেলা করা যায়? পাঁচটি বাক্যে উলেস্নখ কর। উত্তর: বাংলাদেশে ভৌগোলিক, প্রাকৃতিক ও মানুষের বিভিন্ন কর্মকান্ডের কারণে বন্যা হয়। বন্যাকে মোকাবেলা করার লক্ষে নিম্নলিখিত পাঁচটি প্রস্তুতি উলেস্নখ করা হলো : র. নিয়মিত রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রে আবহাওয়া সম্পর্কে খবর শুনতে হবে। রর. পানির অবস্থান বোঝার জন্য বাড়ির কাছে খাল-নদীতে চিহ্ন দিয়ে বাঁশ-লাঠি পুঁতে রাখতে হবে। ররর. পানি তাড়াতাড়ি বাড়লে বাড়ির সবাই মিলে নিরাপদ স্থান বা আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। রা. নিজের বই-খাতা, ব্যবহার্য দ্রব্য যাতে বন্যার পানিতে ভিজে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। া. বন্যার আগে শুকনো খাবার, বিশুদ্ধ পানি জমিয়ে রাখতে হবে। প্রশ্ন: আগুন লাগার পাঁচটি কারণ উলেস্নখ কর। উত্তর: নানা কারণে আগুন লাগাতে পারে। আগুন লাগার পাঁচটি কারণ নিম্নে উলেস্নখ করা হলো: র. রান্নার পরে চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে না দিলে। রর. সিগারেট, বিড়ি, হুকার আগুন থেকে। ররর. ঘরে কুপি, হারিকেন, মশার কয়েল জ্বালিয়ে রাখলে। রা. বাড়ির বিদ্যুতের লাইনে সমস্যা থাকলে। া. কারখানার দাহ্য পদার্থ (যে জিনিসে সহজে আগুন ধরে) থেকে। প্রশ্ন: বন্যা কী? বন্যার চারটি কারণ উলেস্নখ কর। উত্তর : বর্ষাকালে পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে মানুষ, পশুপাখি, ঘরবাড়ির যে ক্ষতি হয়, সেই অবস্থাকে বন্যা বলে। বন্যা হওয়ার চারটি কারণ : র. প্রাকৃতিক কারণ তথা অতিরিক্ত বৃষ্টিপাত ও ভৌগোলিক অবস্থানের ফলে বন্যা হয়। রর. নদী কিংবা জলাশয় ভরাট বা খনন না করার কারণে বন্যা হয়। ররর. অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলেও বন্যা হয়ে থাকে। রা. পর্যাপ্ত পানি নিষ্কাশনের অভাবে বন্যা হয়ে থাকে। প্রশ্ন: ধর তোমাদের বাড়িতে হঠাৎ আগুন লেগে গেল। এ অবস্থায় তোমার পাঁচটি করণীয় উলেস্নখ কর। উত্তর: বাড়িতে আগুন লাগলে আমার পাঁচটি করণীয় নিচে উলেস্নখ করা হলে : র. বাড়িতে কোনো কারণে হঠাৎ আগুন লেগে গেলে আমি আতঙ্কিত হব না। রর. নিজেকে ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করার চেষ্টা করব। ররর. সম্পদ রক্ষা করতে গিয়ে জীবনের ঝুঁকি নেব না। রা. পরিবারের কেউ অগ্নিদগ্ধ হলে পুড়ে যাওয়া স্থানে ১০ মিনিট ধরে পানি ঢালব। া. দ্রম্নত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।