এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
বিবাহের প্রধান অংশ-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র (গদ্য) থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অপরিচিতা ২০. 'এমন তো আর শুনি নাই'- এখানে কী শোনার কথা বলা হয়েছে? ক) গলা খ) গান গ) ঝগড়া ঘ) বিতর্ক সঠিক উত্তর : ক) গলা ২১. 'সে যেন এই তারাময়ী রাত্রির মতো'- এখানে কার কথা বলা হয়েছে? ক) কল্যাণী খ) শকুন্তলা গ) বিশকা ঘ) অপ্সরা সঠিক উত্তর : ক) কল্যাণী ২২. অনুপম কেন মনে করল যে ফার্স্ট ক্লাসের আশা তাকে ত্যাগ করতে হবে? ক) অতিরিক্ত ভিড় হওয়ায় খ) টিকিট চেকিং হওয়ায় গ) অতিরিক্ত ভাড়া চাওয়ায় ঘ) সাহেবদের কারণে সঠিক উত্তর : ঘ) সাহেবদের কারণে ২৩. অনুপম কেন মেয়েটির কাছে একমুঠো চানা চাইতে পারল না? ক) ঘৃণায় খ) ভয়ে গ) ক্ষোভে ঘ) লজ্জায় সঠিক উত্তর : ঘ) লজ্জায় ২৪. কর্মচারী কেন নাম লেখা দুটো টিকিট গাড়ির দুই বেঞ্চের মাথার নিকট বেঁধে দিয়েছিল? ক) সাহেবদের বসাতে খ) বড়বাবুর নির্দেশে গ) বেঞ্চ নষ্ট থাকায় ঘ) অনুপমের জন্য সঠিক উত্তর : ক) সাহেবদের বসাতে ২৫. নাম শুনে অনুপম ও তার মা চমকে উঠল কেন? ক) কল্যাণীর সাথে তার বিয়ে ঠিক হয়েছিল বলে খ) মেয়েটি তার পূর্বপরিচিত বলে গ) দূরসম্পর্কের আত্মীয় বলে ঘ) এই মেয়ের খোঁজেই তারা বেরিয়েছিল বলে সঠিক উত্তর : ক) কল্যাণীর সাথে তার বিয়ে ঠিক হয়েছিল বলে ২৬. কল্যাণী কেন বিবাহ করিবে না? ক) রাগে খ) ব্রতের কারণে গ) অভিমানে ঘ) মাতৃভূমির জন্য সঠিক উত্তর : ঘ) মাতৃভূমির জন্য ২৭. 'এ জীবনটা না দৈর্ঘ্যর হিসাবে বড়, না গুণের হিসাবে- বাক্যটি কোন রচনার অন্তর্ভুক্ত? ক) অপরিচিতা খ) নেকলেস গ) রেইনকোট ঘ) বিড়াল সঠিক উত্তর : ক) অপরিচিতা ২৮. 'মোহন্তকে তার শিক্ষক বিদ্রূপ করত'- মোহন্তের সাথে কার মিল রয়েছে ক) বিনু খ) শম্ভুনাথ গ) হরিশ ঘ) অনুপম সঠিক উত্তর : ঘ) অনুপম ২৯. হরিশের সাথে যে শব্দটির অধিক পরিমাণে গ্রহণযোগ্য? ক) রাগী খ) সরল গ) লম্পট ঘ) রসিক সঠিক উত্তর : ঘ) রসিক ৩০. 'এক কালে ইহাদের বংশে লক্ষ্ণীর মঙ্গলঘট ভরা ছিল'- এখানে লক্ষ্ণীর মঙ্গলঘট বলতে কি বোঝানো হয়েছে- ক) অর্থ-সম্পদ খ) দেবদেবীর বর গ) আত্মীয় ঘ) সুনাম সঠিক উত্তর : ক) অর্থ-সম্পদ ৩১.'স্থূল অংশটাও বিবাহের প্রধান অংশ'- এখানে স্থূল অংশ বলতে কী বোঝানো হয়েছে- ক) সম্পদ খ) পণ গ) গহনা ঘ) আপ্যায়ন সঠিক উত্তর : খ) পণ ৩২. অনুপমের বৈশিষ্ট্য নিচের কোনটি? ক) অত্যন্ত বদমেজাজি খ) বড়দের আজ্ঞাবহ গ) অত্যন্ত লোভী ঘ) অত্যন্ত সাহায্যপরায়ণ সঠিক উত্তর : খ) বড়দের আজ্ঞাবহ ৩৩. অপরিচিতা গল্পে যে খাবারের কথা উলেস্নখ করা হয়েছে তার সাথে সম্পর্ক রয়েছে- ক) বিরিয়ানি খ) চানা-মুঠ গ) পোলাও ঘ) ডাল-মুঠ সঠিক উত্তর : খ) চানা-মুঠ ৩৪. আঙ্গিক বিচারে 'অপরিচিতা' কোন জাতীয় রচনার অন্তর্ভুক্ত? ক) প্রবন্ধ খ) রম্য রচনা গ) নাটক ঘ) ছোটগল্প সঠিক উত্তর : ঘ) ছোটগল্প ৩৫. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বদরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হওয়ার যৌক্তিকতা- ক) গীতাঞ্জলি কাব্য রচনা খ) নোবেল পুরস্কার প্রাপ্তি গ) সাহিত্যে সকল শাখায় সমৃদ্ধি আনয়ন ঘ) ছোট গল্পের জনক সঠিক উত্তর : গ) সাহিত্যে সকল শাখায় সমৃদ্ধি আনয়ন ৩৬. বিষয় ও আঙ্গিক বিচারে রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' কোন জাতীয় রচনার অন্তর্গত ক) গল্প খ) উপন্যাস গ) পত্রকাব্য ঘ) কাব্যগ্রন্থ সঠিক উত্তর : খ) উপন্যাস ৩৭. শম্ভুনাথ ব্যক্তি হিসেবে- ক) কর্মঠ খ) অহংকারী গ) ব্যক্তিত্ববোধসম্পন্ন ঘ) বদমেজাজি সঠিক উত্তর : গ) ব্যক্তিত্ববোধসম্পন্ন ৩৮. 'মন্দ নয় হে! খাঁটি সোনা বটে'- বাক্যটিতে প্রকাশিত হয়েছে- ক) শম্ভুনাথের আর্থিক অবস্থা খ) কল্যাণীর রূপ গ) দেনা-পাওনার পরিমাণ ঘ) স্বর্ণের গুণাগুণের অবস্থা সঠিক উত্তর : খ) কল্যাণীর রূপ ৩৯. অনুপমের প্রতি তার মামার ছিল- ক) অকৃত্রিম ভালোবাসা খ) গভীর মমত্ববোধ গ) একচ্ছত্র আধিপত্য ঘ) অমানবিক আচরণ সঠিক উত্তর : গ) একচ্ছত্র আধিপত্য ৪০. রেলওয়ের কর্মচারীর সাথে কল্যাণীর তর্কের মধ্য দিয়ে চিরাচরিত নারী চরিত্রের বিপরীত কোন দিকটি ফুটে উঠেছে- ক) শারীরিক অক্ষমতা খ) অধিকার সম্পর্কে সচেতনতা গ) উচ্চ শিক্ষায় আসীন হওয়া ঘ) যৌতুক প্রথার কুফল বর্ণনা সঠিক উত্তর : খ) অধিকার সম্পর্কে সচেতনতা ৪১. অনুপমের সৎপাত্র হওয়ার কারণ হলো- র. তামাক খায় না রর. মায়ের কথা শোনে ররর. উচ্চশিক্ষিত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র,রর ও ররর সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর ৪২. অনুপমের মামার চারিত্র্যিক বৈশিষ্ট্য হলো- র. লোভী রর. চতুর ররর. সন্দেহপ্রবণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর ৪৩. অনুপমের মামার আত্মীয় সম্পর্কে সম্ভাব্য ধারণা- র. তেজ কম রর. আর্থিক দীনতা ররর. সমাজে সম্মানী নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর সঠিক উত্তর : ঘ) র ও রর