জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি বাংলা

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য ব্যাকরণ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনির্বাচনি প্রশ্নোত্তর ৩১। একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কোন যতিচিহ্ন বসে? ক) বিস্ময়সূচক খ) সেমিকোলন গ) কোলন ঘ) কমা সঠিক উত্তর : ঘ) কমা ৩২। 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ কোনটি? ক) তুরঙ্গ খ) বহ্নি গ) তড়িৎ ঘ) ভানু সঠিক উত্তর : খ) বহ্নি ৩৩। 'ইঁদুর কপালে'- বাগধারাটির অর্থ কী? ক) অপদার্থ খ) বৃথা চেষ্টা গ) মন্দভাগ্য ঘ) সামান্য অর্থ সঠিক উত্তর : গ) মন্দভাগ্য ৩৪। প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি? ক) ঢাকাই খ) সুদিন গ) বইপত্র ঘ) দিগন্ত সঠিক উত্তর : ক) ঢাকাই ৩৫। পড়াশোনা না করে জীবনটা মাটি করো না-এখানে 'মাটি' কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) কবর খ) বোকামি গ) নষ্ট ঘ) ধুলা সঠিক উত্তর : গ) নষ্ট ৩৬। নিচের কোন বানানটি সঠিক? ক) ইরাকি খ) তুর্কী গ) জানুয়ারী ঘ) লাইব্রেরী সঠিক উত্তর : ক) ইরাকি ৩৭। 'ঢাকা'-এর বিপরীত শব্দ কোনটি? ক) বন্ধ খ) চট্টগ্রাম গ) গোপন \হঘ) খোলা সঠিক উত্তর : ঘ) খোলা ৩৮। বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। এটি যথাযথ বাক্য না হওয়ার জন্য কোন গুণের অভাব রয়েছে? ক) আকাঙ্ক্ষা খ) আসত্তি গ) যোগ্যতা ঘ) মাত্রা সঠিক উত্তর : খ) আসত্তি