জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: ড. মুহাম্মদ ইউনূস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান? উত্তর:- ২০০৬ সালে। প্রশ্ন: কত সালে ঝঝঈ পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয়? উত্তর:- ২০০১ সালে। প্রশ্ন: কত সালে ঐঝঈ পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয়? উত্তর:- ২০০৩ সালে। প্রশ্ন: কোন সাল থেকে ঘইজ ঙহষরহব -এ কর পরিশোধ ব্যবস্থা চালু করে? উত্তর:- ১ জানুয়ারি ২০১০। প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ঠঅঞ প্রচলন হয় কত সালে? উত্তর:- ১৯৯১ সালে। প্রশ্ন: বাংলাদেশে কত সালের কত তারিখ ঠঅঞ ব্যবস্থা কার্যকর করা হয়? উত্তর:- ১৯৯১ সালের ১ জুলাই। প্রশ্ন: কত সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? উত্তর:- ১৯৫৫ সালে। প্রশ্ন: কোন সালের্ যাব গঠন করা হয়? উত্তর:- ২৬ মার্চ ২০০৪ সালে। প্রশ্ন: মেশিন রিডেবল পাসপোর্ট নিবন্ধন কার্যক্রম চালু হয় কত সালে? উত্তর:- ১ এপ্রিল ২০১০ সালে। প্রশ্ন: ১৯৭১ সালে ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? উত্তর:- ২নং সেক্টরের অধীনে ছিল। প্রশ্ন: ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে? উত্তর:- ১৬১০ সালে। প্রশ্ন: বাংলাদেশে কত সালে সংবিধান গৃহীত হয়? উত্তর:- ১৯৭২ সালের ৪ নভেম্বর।