এইচএসসি পরীক্ষার প্রস্তুতি (বাংলা প্রথমপত্র)

প্রকাশ | ২০ মার্চ ২০১৯, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র (গদ্য) থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো অপরিচিতা ৪৪. হরিশের ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. অনুপমের বন্ধু রর. কানপুরে কাজ করে ররর. রসিক নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর ৪৫. অনুপমের বাসার সদস্য হিসেবে যারা প্রযোজ্য- র. মা রর. বাবা ররর. মামা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : খ) র ও ররর ৪৬. অনুপমের ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. পিতৃহারা রর. এমএ পাস ররর. স্কুল শিক্ষক নিচের কোনটি সঠিক? ক) রর খ) ররর গ) র ও রর ঘ) রর ও ররর সঠিক উত্তর : গ) র ও রর ৪৭. অনুপমের ক্ষেত্রে যৌতুক হিসাবে দেয়ার কথা ছিল- র. আসবাবপত্র রর. নগদ অর্থ ররর. গহনা নিচের কোনটি সঠিক? ক) রর খ) ররর গ) র ও ররর ঘ) রর ও ররর সঠিক উত্তর : ঘ) রর ও ররর ৪৮. শম্ভুনাথের চরিত্রে ফুটে উঠেছে- \হর. ব্যক্তিত্ববোধ রর. আত্মসচেতনতা ররর. সুন্দর চেহারার অধিকারী নিচের কোনটি সঠিক? ক) র খ) ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : গ) র ও রর ৪৯. 'খোকনের ভাষা এমন যে, সে অহমিকাকে বললেন দাম্ভিকতাপূর্ণ'- খোকনের সাথে মিল রয়েছে- র. হরিশ রর. বিনু ররর. অনুপম নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর সঠিক উত্তর : খ) রর ৫০. 'আমি বিবাহ করিব না'- বাক্যটিতে প্রকাশ পেয়েছে কল্যাণীর- র. প্রতিজ্ঞা রর. সংকল্প ররর. অভিমান নিচের কোনটি সঠিক? ক)র খ) রর গ) ররর ঘ) র ও রর সঠিক উত্তর : ঘ) র ও রর নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২ নং প্রশ্নের উত্তর দাও। তপা তার পিতার এমাত্র সন্তান। তার পিতার এসময় ভালো অবস্থা থাকলেও এখন তা প্রায় শূন্যের কোটায়। তপাকে তার বাবা অনেক ভালোবাসে। ৫১. উদ্দীপকের রচনা তোমার পঠিত কোন রচনার সাথে সঙ্গতিপূর্ণ? ক) নেকলেস খ) অপরিচিতা গ) মাসি-পিসি ঘ) রেইনকোট সঠিক উত্তর : খ) অপরিচিতা ৫২. উক্ত উত্তরের রচনার বিষয়বস্তু আবর্তিত হয়েছে- র. মামার একচ্ছত্র আধিপত্যের উপর রর. অনুপমের আনুগত্যের উপর ররর. কল্যাণীর প্রতিজ্ঞার উপর নিচের কোনটি সঠিক ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ঘ) র, রর ও ররর নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৩ নং প্রশ্নের উত্তর দাও। অনার্স পড়ুয়া সুস্মিতার বিয়ের পিঁড়িতে বসে আর্থিক দীনতায় বিয়ে ভেঙে গেলে সে পণ করে আর কখনো বিয়ে করবে না। আজ সে একজন নামকরা সমাজসেবক। ৫৩. সুমিতার ছায়াপাত লক্ষ্য করা যায় কোন চরিত্রে? ক) কল্যাণী খ) মাতিলদা গ) দিগম্বর ঘ) আহ্লাদী সঠিক উত্তর : ক) কল্যাণী ৫৪. উক্ত চরিত্রের মনোভাবকে তুমি কোন দিক থেকে সমর্থন কর? ক) দুর্বলতা খ) অভিমান গ) সাহসিকতা ঘ) ব্যক্তিত্ব চেতনা সঠিক উত্তর : ঘ) ব্যক্তিত্ব চেতনা চাষার দুক্ষু ১. রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র্য বৃদ্ধির কী কারণ নির্দেষ করছেন? ক) সচ্ছলতা খ) বিলাসিতা গ) অলসতা ঘ) আরামপ্রিয়তা সঠিক উত্তর : খ) বিলাসিতা