জবিতে 'বিশ্ব সমাজকর্ম দিবস'

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'বিশ্ব সমাজকর্ম দিবস' উপলক্ষে সমাজকর্ম বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্যর্ যালি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল 'চৎড়সড়ঃরহম রসঢ়ড়ৎঃধহপব ড়ভ যঁসধহ ৎবষধঃরড়হংযরঢ়।' ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম চত্বরের সামনে থেকে যাত্রা শুরু করের্ যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।র্ যালিতে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানসহ সমাজকর্ম বিভাগের শিক্ষকরা। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের্ যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।র্ যালি শেষে সমাজকর্ম বিভাগের সেমিনারে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, ''মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারলেই বিশ্ব শান্তিপূর্ণভাবে এগিয়ে যাবে। মানুষ, সমাজ ও প্রকৃতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সর্বোপরি সমাজ থেকে 'কালচারাল ল্যাক' দূরীকরণের মাধ্যমে একটি 'বৈষম্যহীন এক্সক্লুসিভ সোসাইটি গঠিত হতে পারে।' সবশেষে তিনি জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার ক্ষেত্রে সমাজকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোস্তফা হাসান, অধ্যাপক ড. রেজাউল করিম, সহকারী অধ্যাপক মিফতাহুল বারী প্রমুখ।