জাবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগে 'ভারতের রাজনীতি বিশ্লেষণ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক প্রতীপ চক্রবর্তী। তিনি বলেন, 'ভারতের গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠানসমূহ খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানমসূহ স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে ভারত সরকার অন্যান্য রাষ্ট্রসমূহের রাজনীতি পর্যবেক্ষণ করলেও ব্যবসায়বাণিজ্য বেশি গুরুত্ব দিয়ে থাকে।' সেমিনারে আরও বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নাসিম আখতার হোসাইন। সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি ড. সামসুন্নাহার খানম।