চুয়েটে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২১ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
'চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের সমন্বয়ে গড়া বিশ্বের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন ওহংঃরঃঁঃব ড়ভ ঊষবপঃৎরপধষ ধহফ ঊষবপঃৎড়হরপং ঊহমরহববৎং (ওঊঊঊ) এর উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডওঊ) এফিনিটি গ্রম্নপের আয়োজনে 'ওঊঊঊ ডড়সবহ্থং উধু ঈবষবনৎধঃরড়হ ঞযৎড়ঁময ঞবপয-অপঃরারঃরবং' শিরোনামে বিশ্ব নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) ভবনের সামনে থেকে এক আনর্ন্দযালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জামাল উদ্দীন আহম্মদ এবং ওঊঊঊ এবং ডওঊ-এর চুয়েট শাখার সদস্যরার্ যালিতে অংশগ্রহণ করেন।র্ যালিটি ইএমই ভবন থেকে শুরু হয়ে পুরকৌশল ভবন ও পুরনো প্রশাসনিক ভবন হয়ে পশ্চিম গ্যালারির সামনে এসে শেষ হয়। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রম্নপের চেয়ারপারসন শিমন মেহজাবীন প্রযুক্তিতে আইইইই-এর মাধ্যমে নারীদের অবদান বিষয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন। পরে বিকালে 'এৎধঢ়যরপং উবংরমহ ্‌ ওঊঊঊ ওঅঝ ঐঁসধহরঃধৎরধহ চৎড়মৎধস' শিরোনামে একটি টেকনিক্যাল সেশন এবং আইডিয়াভিত্তিক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের টেকনিক্যাল স্পন্সর ছিল নভেলটি ইঞ্জিনিয়ারিং করপোরেশন।