ইবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ২২ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আত্মহত্যার প্রবণতা থেকে উত্তরণের উপায় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'তারুণ্য'র উদ্যোগে 'আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রেসপন্ডিং টু সুইসাইড্যালিটি' শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। ২০ মার্চ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন-উর রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারুণ্যর শাখা সভাপতি আরমান রেজা জয়। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের প্রধান, প্রফেসর ড. মামুন হুসাইন। উলেস্নখ্য, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের লাইব্রেরির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর রশিদ আসকারী।