এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া।
সব সাধকের বড় সাধক আমার দেশের-
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা প্রথমপত্র (গদ্য) থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো চাষার দুক্ষু ৪৮. প্রাবন্ধিকের মতে চাষার দারিদ্র্যের সাথে সম্পর্ক নেই- র. ইউরোপ যুদ্ধের রর. শোষণের ররর. বিলাসিতার নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ক) র নিচের উদ্দীপকটি পড়ে ৪৯ ও ৫০ সংখ্যক প্রশ্নের উত্তর দাও- 'সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মাতারই মুক্তিকামী দেশের সে যে আশা- ৪৯. উদ্দীপকটির সাথে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কোন উক্তিটির সাদৃশ্য রয়েছে? ক) ধন্য তার বসুন্ধরা তার খ) চাষারাই সমাজের মেরুদন্ড গ) চাষার দারিদ্র্য ঘ) ধান ভানিতে শিবের গীত সঠিক উত্তর : খ) চাষারাই সমাজের মেরুদন্ড ৫০. উভয় স্থানে ফুটে উঠেছে- ক) চাষির দুঃখ খ) চাষির বন্দনা গ) চাষির বেদনা ঘ) চাষির হতাশা সঠিক উত্তর : খ) চাষির বন্দনা ৫১. লর্ড কারমাইকেল কোন জাতির প্রতিনিধি? ক) ফরাসি খ) পাকিস্তান গ) ভারতীয় ঘ) ইংরেজ সঠিক উত্তর : ঘ) ইংরেজ নিচের উদ্দীপকটি পড়ে ৫২ ও ৫৩ সংখ্যক প্রশ্নের উত্তর দাও- গাহি তাদের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান ৫২. উদ্দীপক তোমার পাঠিত কোন রচনার সমান্তরাল? ক) বিড়াল খ) চাষার দুক্ষু গ) জীবন ও বৃক্ষ ঘ) আমার পথ সঠিক উত্তর : খ) চাষার দুক্ষু ৫৩. উক্ত রচনা ও উদ্দীপকে কাদের বন্দনা করা হয়েছে? ক) শ্রমিকের খ) মজুরের গ) কৃষকের ঘ) পৃথিবীর সঠিক উত্তর : গ) কৃষকের নিচের উদ্দীপকটি পড়ে ৫৪ ও ৫৫ সংখ্যক প্রশ্নের উত্তর দাও- শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই দেশের প্রতিটি নাগরিকের মধ্যে শিক্ষা বিস্তার আবশ্যক। কেননা এতে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। ৫৪. উদ্দীপকটির সাথে 'চাষার দুক্ষু' প্রবন্ধের কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? ক) শিক্ষার গুরুত্ব খ) শিক্ষার উদ্দেশ্য গ) শিক্ষার প্রকৃতি ঘ) শিক্ষা অর্জন সঠিক উত্তর : ক) শিক্ষার গুরুত্ব ৫৫. 'চাষার দুক্ষু' প্রবন্ধে কৃষদের মধ্যে লেখিকা যে কারণে শিক্ষা বিস্তার করতে বলেছেন- ক) সচেতনতা বৃদ্ধিতে খ) আধুনিক করতে গ) সমৃদ্ধ করতে ঘ) ঐক্য সৃষ্টিতে সঠিক উত্তর : ক) সচেতনতা বৃদ্ধিতে আহ্বান ১. 'আহ্বান' গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন? ক) আবদুল খ) আবেদালি গ) সিয়াম ঘ) আলিম সঠিক উত্তর : ক) আবদুল ২. 'আমার তো তিনার নাম করতে নেই।' কারণ- ক) স্বামীর নাম মুখে আনা নিষেধ খ) এটি ধর্মীয় বিধিনিষেধ মাত্র গ) স্বামীর প্রতি গভীর ভালোবাসা ঘ) এটি সামাজিক কুসংস্কার সঠিক উত্তর : ঘ) এটি সামাজিক কুসংস্কার নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ নাম্বার প্রশ্নের উত্তর দাও : তুলসীগাছটি দেখিয়ে মোদাব্বের হুঙ্কার দিয়ে বলে, 'উপড়ে ফেলতে হবে ওটা। আমরা যখন এ বাড়িতে এসে উঠেছি, এখানে কোনো হিন্দুয়ানি চিহ্ন সহ্য করা হবে না।' ৩. উক্ত বক্তব্যটি 'আহ্বান' গল্পের নিম্নের কোন বাক্যটি সমর্থন করে? ক) আমি মরে গেলে তুই কাফনের কাপড় কিনে দিস বাবা খ) দরকার নেই বাতাবি নেবুতে, যাও এখন গ) মুসলমান বাড়িতে দুধ আমাদের চলে না ঘ) বাবুনের ছেলে, মোদের এঁটোকাঁটা মাদুরে কি বসবে? সঠিক উত্তর : গ) মুসলমান বাড়িতে দুধ আমাদের চলে না ৪. প্রতিমা 'আহ্বান' গল্পের নিম্নের কোন চরিত্রটির প্রতিমূর্তি? ক) হাজারা ন্যাটার বউয়ের খ) জমির করাতির বউয়ের গ) খুড়ো মশায়ের বউয়ের ঘ) ঘুঁটি গোয়ালিনীর সঠিক উত্তর : খ) জমির করাতির বউয়ের ৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৮৯২ খ) ১৮৯৪ গ) ১৮৯৬ ঘ) ১৮৯৮ সঠিক উত্তর : খ) ১৮৯৪ ৬. পরগনা জেলার মুরারিপুর গ্রামে কে জন্মগ্রহণ করেন? ক) মানিক বন্দ্যোপাধ্যায় খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর : গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ৭. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা কী ছিল? ক) সাংবাদিকতা খ) ওকালতি গ) শিক্ষকতা ঘ) ব্যবসা সঠিক উত্তর : গ) শিক্ষকতা ৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্য কেমন? ক) চিত্রময় খ) কাব্যময় গ) ছন্দময় ঘ) পৌরাণিক নির্ভর সঠিক উত্তর : ক) চিত্রময় ৯. অনেকদিন থেকে কার দেশে ঘরবাড়ি নেই? ক) চক্কোত্তি মশায়ের খ) জমির করাতির গ) গোপালের ঘ) শুকুর মিয়ার সঠিক উত্তর : গ) গোপালের ১০. গোপালের বাবার পুরাতন বন্ধুর নাম কী? ক) চক্কোত্তি মশায় খ) জমির করাতি গ) শুকুর মিয়া ঘ) কৈলাশ সঠিক উত্তর : গ) শুকুর মিয়া ১১. বুড়িকে দেখে কে দাঁড়িয়ে গেল? ক) চক্কোত্তি মশায় খ) হাজেরা গ) গোপাল ঘ) দিগম্বরী সঠিক উত্তর : গ) গোপাল ১২. বাল্যকালে মা-পিসিমা মারা যাওয়ার পরে গোপাল কী পায়নি? ক) মিষ্টি আম খ) ভালো খাবার গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন ঘ) থাকার জায়গা সঠিক উত্তর : গ) ঘনিষ্ঠ আদরের সম্বোধন ১৩. কার দেয়া দুধে জলে অর্ধেক জল? ক) বুড়ির খ) হাজেরার গ) ঘুঁটি গোয়ালিনীর ঘ) খুঁটি গোয়ালিনীর সঠিক উত্তর : গ) ঘুঁটি গোয়ালিনীর