জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? উত্তর: মহাস্থানগড়। প্রশ্ন: বৈরাগীর চাল কোথায় অবস্থিত? উত্তর: গাজীপুর জেলায়। প্রশ্ন: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত? উত্তর: কুমিলস্নার ময়নামতিতে। প্রশ্ন: রামুমন্দির কোথায় অবস্থিত? উত্তর: কক্সবাজারের রামু থানায়। প্রশ্ন: উত্তরা গণভবন কোথায়? উত্তর: নাটোর জেলায়। প্রশ্ন: কান্তজীর মন্দির কোথায় অবস্থিত? উত্তর: দিনাজপুর। প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত? উত্তর: রাজশাহীতে। প্রশ্ন: পানাম নগর কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁয়ে। প্রশ্ন: আফগান দুর্গ কোথায় অবস্থিত? উত্তর: ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে। প্রশ্ন: আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? উত্তর: নবাব আব্দুল গনি। প্রশ্ন: মহাস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া গেছে? উত্তর: মৌর্য যুগের।