পাবিপ্রবিতে দুই দিনব্যাপী কর্মশালা

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২১ মার্চ 'ওয়ার্কশপ অন এপিস্নকেশন অব ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট' শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। অর্থ ও হিসাব বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। ২১ মার্চ লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় অবস্থিত ভার্চুয়াল অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেল (আইকিউএসি) এর সহযোগিতায় আয়োজিত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী, বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ। রিসোর্স পার্সন ছিলেন ইউজিসির অর্থ বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার। আইকিউএসির প্রশাসনিক কর্মকর্তা সানজিদা শারমিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর ড. প্রীতম কুমার দাস, ছাত্র উপদেষ্টা আরিফ ওবায়দুলস্নাহ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসু্যরেন্স সেলের পরিচালক ড. মোহাম্মদ নাজমুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সকাল ৯টায় শুরু হয়ে বিকাল পাঁচটা পর্যন্ত কর্মশালা চলে।