গ্রিন ইউনিভার্সিটিতে সিএসই কার্নিভাল

প্রকাশ | ২৪ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কম্পিউটার বিজ্ঞানের নানা অনুষঙ্গ নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে তিন দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০১৯ ২১ মার্চ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এই উৎসব শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উলস্নাহ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, বিজ্ঞান অনুষদের ডিন ও সিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।