জুনিয়র স্কুল সাটিির্ফকেট পরীক্ষার প্রস্তুতি

বাংলা

মানুষ দলবদ্ধ হয়ে অবস্থান করেÑ

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ
বহুনিবার্চনি প্রশ্নোত্তর পাছে লোকে কিছু বলে ৩৪. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে? ক. সংকোচ খ. সংশয় গ. সংকল্প ঘ. বাধা সঠিক উত্তর : ক. সংকোচ ৩৫. মানুষ আতের্ক দেখেও কেন অবহেলা করে চলে যায়? ক. ছোট হওয়ার ভয়ে খ. সাহায্য করার ভয়ে গ. সমালোচনার ভয়ে ঘ. রোগাক্রান্ত হওয়ার ভয়ে সঠিক উত্তর : গ. সমালোচনার ভয়ে ৩৬. মানুষ কেন দলবদ্ধ হয়ে অবস্থান করে? ক. নিজ স্বাথাের্ন্বষণের জন্য খ. মহৎ উদ্দেশ্যর জন্য গ. আন্দোলন করার জন্য ঘ. কাজ করার জন্য সঠিক উত্তর : খ. মহৎ উদ্দেশ্যর জন্য ৩৭. তাশরিক স্যারের অনুপ্রেরণায় শহিদরা লাইব্রেরি প্রতিষ্ঠার অনুপ্রেরণা পেলÑ উদ্দীপকের সঙ্গে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবির মনোভাবের সাদৃশ্য কোথায়? ক. দৃঢ় মনোবল খ. দৃঢ় শক্তি গ. সমালোচনা ঘ. আকাক্সক্ষা সঠিক উত্তর : ক. দৃঢ় মনোবল ৩৮. ‘পাছে লোকে কিছু বলে’Ñ বাক্যটিতে কাদের বোঝানো হয়েছেÑ ক. পেছনের দিকে যারা অবস্থান করে খ. পেছনে পেছনে যারা আসে গ. পেছন থেকে যারা সমালোচনা করে ঘ. পেছন থেকে যারা আলোচনা করে সঠিক উত্তর : গ. পেছন থেকে যারা সমালোচনা করে ৩৯. কবিতাটি পাঠ করে শিক্ষাথীর্রা কিরূপে জীবনপথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে? ক. নিঃসংকোচচিত্তে খ. সংকোচচিত্তে গ. সংশয়চিত্তে ঘ. ভীরুচিত্তে সঠিক উত্তর : ক. নিঃসংকোচচিত্তে