বিশ্ববিদ্যালয় ভতির্ প্রস্তুতি

বাংলা

প্রিয় শিক্ষাথীর্, শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভতির্যুদ্ধ। তোমাদের জন্য নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির পূণর্ আয়োজন নিয়ে আমরা হাজির। নিয়মিত চচার্র পাশাপাশি এই আয়োজন তোমাদের সহায়তা করবে বলে আশা রাখি।

প্রকাশ | ২০ জুলাই ২০১৮, ০০:০০

মনিবুল রহমান চৌধুরী, অধ্যাপক জলঢাকা কলেজ, নীলফামারী
৯৪. কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ? (ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাÐুলিপি (খ) ছাড়পত্র ও বনলতা সেন (গ) বনলতা সেন ও উত্তর ফাল্গুনী (ঘ) ঝরা পালক ও রাখালী উত্তর : (ক) বেলা অবেলা কালবেলা ও ধূসর পাÐুলিপি ৯৫. জীবনানন্দ দাশ প্রধানত - (ক) ছন্দের কবি (খ) ভাবের কবি (গ) প্রকৃতির কবি (ঘ) মানুষের কবি উত্তর : (গ) প্রকৃতির কবি ৯৬. বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিস্টাব্দে ‘এডগার এলান পো’ বিরচিত ‘টু হেলেন’ কবিতা থেকে নিম্নের কোন কবিতাটি রচনা করেন? (ক) জন্মই আমার আজন্ম পাপ (খ) প্রেমাংশুর রক্ত চাই (গ) নোলক (ঘ) বনলতা সেন উত্তর : (ঘ) বনলতা সেন ৯৭. ‘সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি’ - কোন কবি একথা বলেছিলেন? (ক) সুকান্ত ভট্টাচায (খ) বুদ্ধদেব বসু গ) জীবনানন্দ দাশ (ঘ) কামিনী রায় উত্তর : (গ) জীবনানন্দ দাশ ৯৮. নিচের কোন গ্রন্থটি উপন্যাস নয়? (ক) দিবারাত্রির কাব্য (খ) হঁাসুলী বঁাকের উপকথা (গ) কবিতার কথা (ঘ) পথের পঁাচালী উত্তর : (গ) কবিতার কথা ৯৯. কোনটি কাব্যগ্রন্থ? (ক) কবিতা (খ) কাব্য পরিক্রমা (গ) কয়েকটি কবিতা (ঘ) বাঙলার কাব্য উত্তর : (গ) কয়েকটি কবিতা ১০০. কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? (ক) ধূসর পাÐুলিপি (খ) ঝরা পালক (গ) বেলা শেষের গান (ঘ) মহাপৃথিবী উত্তর : (গ) বেলা শেষের গান ১০১. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধমর্প্রচারকের প্রভাব অপরিসীম? (ক) আউল মনোহর দাস (খ) চৈতন্যদেব (গ) শ্রীকৃষ্ণ (ঘ) আদিনাথ শিব সঠিক উত্তর : (খ) চৈতন্যদেব ১০২. বাংলা সাহিত্যে প্রথম কোন ব্যক্তির জীবনী কাহিনী লেখা হয়? (ক) হযরত মুহাম্মদ (সা.) (খ) শ্রী চৈতন্যদেব (গ) রাজা ধমর্পাল (ঘ) শ্রী রামকৃষ্ণ সঠিক উত্তর : (খ) শ্রী চৈতন্যদেব ১০৩.‘রসূল বিজয়’Ñ এর রচয়িতা কে? (ক) শাহ মুহম্মদ সগীর (খ) মোজাম্মেল হক (গ) সাবিরিদ খান (ঘ) ফকির গরীবুল্লাহ সঠিক উত্তর : (গ) সাবিরিদ খান