প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি গণিত

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দ্বাদশ অধ্যায় ১৮। খ্রিস্টাব্দ কত সাল থেকে নিয়মিত অধিবর্ষ গণনা শুরু হয়? উত্তর : ৮ সাল থেকে ১৯। ধারাবাহিক ১০ বছরের সময়কালকে কী বলা হয়? উত্তর : ১ দশক ২০। ২০০১ সাল খেকে ২০১০ সাল পর্যন্ত সময়কে কী বলা হয়? উত্তর : ১ দশক ২১। ধারাবাহিক ১২ বছরের সময়কালকে কী বলা হয়? উত্তর : ১ যুগ ২২। ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে কী বলা হয়? উত্তর : ১ শতাব্দী ২৩। ১৯০১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময়কালকে কী বলে? উত্তর : ১ শতাব্দী ২৪। ১৯৫০ সাল থেকে ১৯৬২ সাল পর্যন্ত সময়কালকে কী বলে? উত্তর : ১ যুগ ২৫। মাসের উলেস্নখ না থাকলে যে কোনো মাস কত দিনে ধরা হয়? উত্তর : ৩০ দিনে ২৬। কত সাল থেকে কত সাল পর্যন্ত ত্রয়োদশ শতাব্দী? উত্তর : ১২০১ সাল থেকে ১৩০০ সাল পর্যন্ত ২৭। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? উত্তর : ঊনবিংশ শতাব্দীতে ২৮। দেশীয় রীতিতে রাত যখন ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : ১টা ৩০ মিনিট ২৯। দেশীয় রীতিতে দুপুর যখন ১টা ৩০ মিনিট, আন্তর্জাতিক রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : ১৩টা ৩০ মিনিট ৩০। কোন রীতিতে সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বলা হয় না? উত্তর : আন্তর্জাতিক রীতিতে ৩১। আন্তর্জাতিক রীতিতে যখন ১৬টা ৪৫ মিনিট, দেশীয় রীতিতে তখন কয়টা বাজে? উত্তর : বিকাল ৪টা ৪৫ মিনিট ৩২। ১ শতাব্দী = কত বছর? উত্তর : ১০০ বছর ৩৩। ১ ঘণ্টা = কত সেকেন্ড? উত্তর : ৩৬০০ সেকেন্ড ৩৪। ১ দিন = কত ঘণ্টা? উত্তর : ২৪ ঘণ্টা ৩৫। আন্তর্জাতিক রীতিতে কোন সময়কালকে একদিন ধরা হয়? উত্তর : রাত ১২টার পর থেকে পরবর্তী রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়। ত্রয়োদশ অধ্যায় ১। উপাত্ত কত প্রকার ও কী কী? উত্তর : ২ প্রকার। যথা : বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত ২। বিন্যস্ত উপাত্ত কাকে বলে? উত্তর : যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। ৩। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে? উত্তর : যে উপাত্তগুলো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। ৪। এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর কততম স্থানে রয়েছে? উত্তর : ৯০তম ৫। শ্রেণি ব্যবধান কাকে বলে? উত্তর : প্রত্যেক শ্রেণির দুইটি মানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান। ৬। উপাত্ত কাকে বলে? উত্তর : প্রাপ্ত তথ্যসমূহ সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। ৭। ২০-২৯, ৩০-৩৯, ৪০-৪৯, ৫০-৫৯ উপাত্তগুলোকে কী ধরনের উপাত্ত বলে? উত্তর : বিন্যস্ত উপাত্ত