সপ্তম শ্রেণির পড়াশোনা বাংলা দ্বিতীয়পত্র

পৃথিবীতে কত হাজার ভাষা প্রচলিত আছে?

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধনিয়া, ঢাকা য়
প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেয়া হলো। বহুনির্বাচনি প্রশ্নোত্তর ভাষা ২৯। 'মনুষ্যজাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা।'-এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় খ. ডক্টর রামেশ্বর শ' গ. ডক্টর মুহম্মদ এনামুল হক ঘ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ সঠিক উত্তর: ঘ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ ৩০। বর্তমানে সারা পৃথিবীতে কত হাজারের অধিক ভাষা প্রচলিত আছে? ক. এক হাজারের অধিক খ. দেড় হাজারের অধিক গ. দুই হাজারের অধিক ঘ. সাড়ে তিন হাজারের অধিক সঠিক উত্তর: ঘ. সাড়ে তিন হাজারের অধিক ৩১। সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি? ক. লেখ্য ভাষা খ. আঞ্চলিক ভাষা গ. মৌখিক ভাষা ঘ. কথার ভাষা সঠিক উত্তর: ক. লেখ্য ভাষা ৩২। ভাষা বলতে কোনটি বোঝায়? ক. অর্থবোধক ধ্বনি খ. অর্থহীন ধ্বনি গ. ইশারা-ইঙ্গিত ঘ. ছবি সঠিক উত্তর: ক. অর্থবোধক ধ্বনি ৩৩। ওরা, ওদের-এই দুটি কী? ক. অব্যয় খ. অব্যয়ের তদ্ভব রূপ গ. সংক্ষিপ্ত সর্বনাম ঘ. সর্বনাম সঠিক উত্তর: গ. সংক্ষিপ্ত সর্বনাম ৩৪। দেশ, কাল ও সমাজভেদে ভাষার রূপের কী দেখা যায়? ক. মিল খ. প্রয়োগ গ. ভিন্নতা ঘ. সাদৃশ্য সঠিক উত্তর: গ. ভিন্নতা ব্যাকরণ ১। ব্যাকরণ শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা কী পাই? ক. বি + অ + কৃ + অন খ. বি + আ + কৃ + অন গ. ব্য + অ + কৃ + অন ঘ. ব্য + আ + কৃ + অন সঠিক উত্তর: খ. বি + আ + কৃ + অন ২। 'যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখিতে, পড়িতে ও বলিতে পারা যায়, তাহার নাম বাংলা ব্যাকরণ।'-এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ খ. ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় গ. জ্যোতিভূষণ চাকী ঘ. ডক্টর সুকুমার সেন সঠিক উত্তর: ক. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ ৩। 'যে বইয়ে ভাষার বিচার ও স্বরূপের বিচার ও বিশ্লেষণ আছে, তা-ই ব্যাকরণ।'-এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ক. জ্যোতিভূষণ চাকী খ. ডক্টর সুকুমার সেন গ. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহ ঘ. ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তর: খ. ডক্টর সুকুমার সেন