বাকৃবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে 'আমাদের আত্মত্যাগ-আমাদের স্বাধীনতা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল। ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. ছোলায়মান আলী ফকির। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে সকাল সাড়ে ৭টায় বাকৃবির বৈশাখী চত্বও থেকে দিবসটি পালন উপলক্ষে শোকর্ যালি বের করা হয় এবং বধ্যভূমিতে ভিসি প্রফেসর ড. মো. আলী আকবরের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।