চবিতে মোমবাতি প্রজ্বালন

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
২৫ মার্চে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বঙ্গবন্ধু চত্বরে মোমবাতি প্রজ্বালন করেছে চবি প্রশাসন। ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্যরা, রেজিস্ট্রার, সহকারী প্রক্টররা, ছাত্রলীগের নেতারা এবং বিপুলসংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। পরে গণহত্যা দিবস উপলক্ষে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সব ধরনের বাতি বন্ধ রাখে চবি কর্তৃপক্ষ। এদিকে সন্ধ্যা ৭টার দিকে ২৫ মার্চের কালো রাতের বর্বরতম গণহত্যায় নিহত শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বুদ্ধিজীবী চত্বরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চবি বিলুপ্ত কমিটির সাবেক সহ-সভাপতি মনসুর আলম, সহ-সভাপতি আব্দুল মালেক, যুগ্ম-সম্পাদক আবু তোরাব পরশ, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল টিপু, ছাত্রলীগ নেতা সাইকুল, মিজান প্রমুখ।