জানার আছে অনেক কিছু

বিষয় :জাতিসংঘ বিশ্ববিদ্যালয়

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় কখন? উত্তর: সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার। প্রশ্ন: আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে। প্রশ্ন: জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন? উত্তর: ইংরেজি অথবা ফরাসি। প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান? উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)। প্রশ্ন: আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি? উত্তর: মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)। প্রশ্ন: জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি? উত্তর: ট্‌রুভ্যালু। প্রশ্ন: কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়? উত্তর: পোল্যান্ড। প্রশ্ন: জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর: টোকিও (জাপান)। প্রশ্ন: জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে? উত্তর: মহাসচিব। প্রশ্ন: জাতিসংঘের অছি পরিষদ কার অধীনে কাজ করে? উত্তর: সাধারণ পরিষদের। প্রশ্ন: জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? উত্তর: দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন ১৯৬১)। প্রশ্ন: জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত? উত্তর: ১৭ একর। প্রশ্ন: জাতিসংঘের আয়ের মূল উৎস কী? উত্তর: সদস্য দেশসমূহের চাঁদা। প্রশ্ন: জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন? উত্তর: নিরাপত্তা পরিষদের। প্রশ্ন: জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে? উত্তর: কফি আনান (ঘানা) (৭ম)। প্রশ্ন: জাতিসংঘের তৃতীয় মহাসচিব উথান্ট কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর: মিয়ানমার।