নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন
প্রকাশ | ০৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 'তৃতীয় আন্তর্জাতিক সমাজ ও মানববিদ্যা সম্মেলন' (৩ৎফ ওহঃবৎহধঃরড়হধষ ঈড়হভবৎবহপব ড়হ ঐঁসধহরঃরবং ধহফ ঝড়পরধষ ঝপরবহপবং) শিরোনামে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের ফোকাস পয়েন্ট মানবিক ও সামাজিক বিজ্ঞান। তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সটি ১৮ ও ১৯ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই সম্মেলনের জন্য বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রায় ২.৫ শতাধিক গবেষণা সারসংক্ষেপ থেকে যাচাইবাছাই শেষে প্রায় ১শ গবেষণা সারসংক্ষেপ গৃহীত হয়েছে। ইতোমধ্যে ঘোষিত হয়েছে মূল বক্তাদের নাম। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সম্মেলনে সামাজিক বিজ্ঞানে মূল বক্তা হিসেবে থাকছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (ওঋঊঝ)-এর বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর টানিয়েল বি. তাইসি, পিএইচডি (ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি)। এ ছাড়া কলা ও মানবিক বিষয়ের মূল বক্তা হিসেবে থাকছেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার ও চারুকলা বিষয়ের মূল বক্তা হিসেবে থাকছেন ইন্দোনেশিয়ান ইনস্টিটিউট অব আর্টস (আইএসআই)-এর রেক্টর অধ্যাপক ড. আই ওয়ায়ান আদনানা এস.এস.এন.এম.এস.এন।