জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১২ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ইতালির রোম
প্রশ্ন : নীল নদের দান- উত্তর : মিশর। প্রশ্ন : নীল নদের দেশ- উত্তর : মিশর। প্রশ্ন : পঞ্চনদের দেশ- উত্তর : পাঞ্জাব। প্রশ্ন : পবিত্র পাহাড়- উত্তর : ফুজিয়ামা, জাপান। প্রশ্ন : পবিত্র ভূমি- উত্তর : জেরুজালেম। প্রশ্ন : পবিত্র দেশ- উত্তর : ফিলিস্তিন। প্রশ্ন : পশু পালনের দেশ- উত্তর : তুর্কিস্তান। প্রশ্ন : পশ্চিমের জিব্রাল্টার- উত্তর : কুইবেক। প্রশ্ন: পাকিস্তানের প্রবেশদ্বার- উত্তর : করাচি। প্রশ্ন: পান্নার দ্বীপ- উত্তর : আয়ারল্যান্ড। প্রশ্ন: পিরামিডের দেশ- উত্তর : মিশর। প্রশ্ন: পোপের শহর- উত্তর :রোম। প্রশ্ন: প্রাচীরের দেশ- উত্তর : চীন। প্রশ্ন: প্রাচ্যের ডান্ডি- উত্তর : নারায়ণগঞ্জ। প্রশ্ন : প্রাচ্যের ম্যানচেস্টার- উত্তর : ওসাকা, জাপান। প্রশ্ন : প্রাচ্যের ভেনিস- উত্তর : ব্যাংকক। প্রশ্ন : প্রাচ্যের গ্রেট ব্রিটেন- উত্তর : জাপান। প্রশ্ন : পৃথিবীর ছাদ - উত্তর : পামির মালভূমি। প্রশ্ন : পৃথিবীর চিনির আধার- উত্তর : কিউবা। প্রশ্ন : বজ্রপাতের দেশ- উত্তর : ভুটান। প্রশ্ন : বাতাসের শহর- উত্তর : শিকাগো। প্রশ্ন : বাজারের শহর- উত্তর : কায়রো, মিশর। প্রশ্ন : বাংলার ভেনিস- উত্তর : বরিশাল। প্রশ্ন : বিশ্বের রুটির ঝুড়ি- উত্তর : প্রেইরি, উত্তর আমেরিকা। প্রশ্ন : ভারতের প্রবেশদ্বার- উত্তর : মুম্বাই। প্রশ্ন : ভাটির দেশ- উত্তর : বাংলাদেশ। প্রশ্ন : ভারতের উদ্যান- উত্তর : লক্ষ্নৌ। প্রশ্ন : ভূ-স্বর্গ- উত্তর : কাশ্মীর। প্রশ্ন : ভূমধ্যসাগরের প্রবেশদ্বার- উত্তর : জিব্রাল্টার। প্রশ্ন : ভূমিকম্পের দেশ- উত্তর : জাপান।