দশম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
আরিফ আনজুম সহকারী শিক্ষক আমতলী মডেল স্কুল শিবগঞ্জ, বগুড়া
৫৪. শুরুতে বিভিন্ন ধরনের কাজ করার জন্য কম্পিউটারে কোন মাধ্যমটি ব্যবহৃত হতো?
ক. বর্ণ খ. চিত্র
গ. শব্দ ঘ. তথ্য
উত্তর : ক. বর্ণ
৫৫. কোনটির প্রোগ্রামিং করার ক্ষমতা রয়েছে?
ক. লেজার সেন্সর খ. ইকুয়ালাইজার
গ. কম্পিউটার ঘ. ক্যালকুলেটর
উত্তর :গ. কম্পিউটার
৫৬. কম্পিউটার মাল্টিমিডিয়া দ্বারা যে ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বোঝায় তার উপাদান কয়টি?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
উত্তর :গ. তিন
৫৭. এখনকার মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা কেমন?
ক. অতীতের চাইতে নিম্নমানের
খ. অতীতের চাইতে অনেক সমৃদ্ধ
গ. অতীতের চাইতে অনেক ত্রম্নটিপূর্ণ
ঘ. অতীতের তুলনায় বৈচিত্র্যহীন
উত্তর :খ. অতীতের চাইতে অনেক সমৃদ্ধ
৫৮. সারা পৃথিবীতে এখন প্রচলিত ধারণা ও প্রচলিত যন্ত্রপাতিকে কোনটি দিয়ে স্থলাভিষিক্ত করার প্রবণতা দেখা যাচ্ছে?
ক. প্রিন্টার খ. কম্পিউটার
গ. স্ক্যানার ঘ. ইন্টারনেট
উত্তর :খ. কম্পিউটার
৫৯. সারা দুনিয়াতে টেক্সটের যাবতীয় কাজ এখন কোন যন্ত্রে হয়ে থাকে?
ক. কম্পিউটার খ.কার্ড রিডার
গ. টাইপরাইটার ঘ. লেজার প্রিন্টার
উত্তর :ক. কম্পিউটার
৬০. অফিস-আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সর্বত্রই এখন কী ব্যবহৃত হচ্ছে?
ক. ফ্যাক্স মেশিন খ. টাইপরাইটার
গ. কম্পিউটার ঘ. ফটোটাইপসেটার
উত্তর :গ. কম্পিউটার
৬১. মুদ্রণ ও প্রকাশনায় কোনটির ব্যবহার নিরঙ্কুশ?
ক. টাইপরাইটার খ. ফটোটাইপসেটার
গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
উত্তর :ক. টাইপরাইটার
৬২. দুনিয়ার সর্বত্রই গ্রাফিক্স তৈরি, সম্পাদনা ইত্যাদি যাবতীয় কাজ কোন যন্ত্র ব্যবহার করে করা হয়?
ক. ফটোসেটার খ. টাইপরাইটার
গ. প্রিন্টার ঘ. কম্পিউটার
উত্তর:ঘ. কম্পিউটার
৬৩. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন দশকে?
ক. ষাট খ. সত্তর
গ. আশি ঘ. নব্বই
উত্তর :ঘ. নব্বই
৬৪. মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কোন সফটওয়্যার দিয়ে?
ক. ওপেন সোর্সওয়ার্ড খ. এমএস এক্সেল
গ. ফটোশপ ঘ. এমএস অফিস
উত্তর :গ. ফটোশপ
৬৫. কোন যন্ত্রটি ক্রমশ ডিজাইন এবং গ্রাফিক্সে জায়গা করে নিচ্ছে?
ক. লেজার সেন্সর খ. টাইপরাইটার
গ. টেলিপ্রিন্টার ঘ. কম্পিউটার
উত্তর :ঘ. কম্পিউটার
৬৬. কোনটি প্রস্তুত হওয়ায় গ্রাফিক্স তার নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করছে?
ক. এন্টি গ্রাফিক্স সফটওয়্যার
খ. ইন্টারগ্রাফিক্স সফটওয়্যার
গ. ইন্টারকানেক্টেড মাল্টিমিডিয়া
ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার
উত্তর : ঘ. ইন্টারঅ্যাকটিভ মাল্টিমিডিয়া সফটওয়্যার
৬৭. কিসের ব্যবহার আমাদের দেশে বিস্তৃত হচ্ছে?
ক. টাইপরাইটার খ. ফ্যাক্স মেশিন
গ. ইন্টারনেট ঘ. টেলিফোন
উত্তর:গ. ইন্টারনেট
৬৮. কোনটি ক্রমশ শহুরে বিলাসিতা থেকে গ্রামের মানুষেরও প্রয়োজন হয়ে উঠছে?
ক. ইন্টারনেট খ. কম্পিউটার
গ. মোবাইল ফোন ঘ. ফ্যাক্স মেশিন
উত্তর :ক. ইন্টারনেট
৬৯. ভিডিও কার্যত কী?
ক. টেক্সট খ. গ্রাফিক্স
গ. অ্যানিমেশন ঘ. বর্ণ
উত্তর :খ. গ্রাফিক্স
৭০. কোনটি চলমান গ্রাফিক্স?
ক. ভিডিও খ. অডিও
গ. টেক্সট ঘ. লেজার
উত্তর :ক. ভিডিও
৭১. বিশ্বজুড়ে কোনটি একটি সুপ্রতিষ্ঠিত মিডিয়া?
ক. অডিও খ. ভিডিও
গ. টেপ ঘ. টেক্সট
উত্তর :ক. অডিও
৭২. বিশ্বজুড়ে ভিডিও এনালগ থেকে কিসে রূপান্তরিত হচ্ছে?
ক. অডিওতে খ. লেজার রশ্মিতে
গ. ডিজিটালে ঘ. অ্যানিমেশনে
উত্তর : গ. ডিজিটালে
৭৩. কোনটি এনালগ থেকে ডিজিটাল হয়ে যাচ্ছে?
ক. ভিডিও ধারণ
খ. ভিডিও সম্পাদনা
গ. ভিডিও সংরক্ষণ
ঘ. ভিডিও প্রচার
উত্তর : ঘ. ভিডিও প্রচার
৭৪. অ্যানিমেশন এক ধরনের কী?
ক. গ্রাফিক্স খ. টেক্সট
গ. লেজার ঘ. অডিও
উত্তর : ক. গ্রাফিক্স
৭৫. কোনটি চলমান বা স্থির হতে পারে?
ক. টেক্সট খ. অডিও
গ. ভিডিও ঘ. অ্যানিমেশন
উত্তর :ঘ. অ্যানিমেশন
৭৬. আমাদের দেশে অ্যানিমেশনের ব্যবহার সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
ক. ক্রমশ ব্যাপক হচ্ছে
খ. ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে
গ. জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে
ঘ. প্রকাশনা জগতে সীমাবদ্ধ
উত্তর : ক. ক্রমশ ব্যাপক হচ্ছে
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়