জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
গ্রিসের রাজধানী এথেন্স
প্রশ্ন: আল পাচিনো এবং রবার্ট ডি নিরো একসঙ্গে কয়টি ছবিতে অভিনয় করেছেন? উত্তর: চারটি (দ্য গডফাদার পার্ট ২, হিট, রাইটাস কিল, দ্য আইরিশম্যান)। প্রশ্ন: ফ্রান্সে বাস্তিল দিবস কত তারিখে পালিত হয়? উত্তর: ১৪ জুলাই। প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সরীসৃপের নাম কী? উত্তর: লবণাক্ত পানির কুমির। প্রশ্ন: ইউরোপীয় ইউনিয়ন (ঊট) কত সালে গঠিত হয়? উত্তর: ১৯৯৩ সালে। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর: চীন। প্রশ্ন: গ্রিসের রাজধানী শহর- উত্তর: এথেন্স। প্রশ্ন: ১৯৯০ সালে পরিবর্তিত হওয়ার আগে স্নিকার্স বারের পুরনো নাম কী ছিল? উত্তর: ম্যারাথন। প্রশ্ন: ১৯৯৭ সালে কোন প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ চীনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল? উত্তর: হংকং। প্রশ্ন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? উত্তর: সম্রাট হিরোহিতো (ঊসঢ়বৎড়ৎ ঐরৎড়যরঃড়)। প্রশ্ন: কোন উপাদানটি হাড়কে মজবুত রাখে? উত্তর: ক্যালসিয়াম। প্রশ্ন: আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? উত্তর: বুধ। প্রশ্ন: ক্যালেডোনিয়া কোন আধুনিক দেশের রোমান নাম ছিল? উত্তর: স্কটল্যান্ড। প্রশ্ন: গন গার্ল এবং শার্প অবজেক্টস উপন্যাস কে লিখেছেন? উত্তর: জিলিয়ান ফ্লিন (এরষষরধহ ঋষুহহ)। প্রশ্ন: হোমার সিম্পসন কোন ব্র্যান্ডের বিয়ার পান করেন? উত্তর: ডাফ বিয়ার। প্রশ্ন: কোন কিংবদন্তি পরাবাস্তববাদী শিল্পী গলানো ঘড়ি আঁকার জন্য বিখ্যাত? উত্তর: সালভাদর দালি। প্রশ্ন: আমাদের সৌরজগতের একমাত্র কোন গ্রহের নাম রোমান বা গ্রিক দেবতার নামে নেই? উত্তর: পৃথিবী।