কুবিতে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশ | ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'পোড়ামাটির ফলক চিত্রে প্রাচীন বাংলার সামাজিক-সাংস্কৃতিক জীবনচিত্রের উপস্থাপন : পরিপ্রেক্ষিত বাংলাদেশ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ২৭ জানুয়ারি সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে কুবির প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডক্টর মুহাম্মদ সোহরাব উদ্দিন ও সহকারী অধ্যাপক শারমিন রেজওয়ানা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত প্রাচীন পোড়ামাটির ফলক/টেরাকোটার নিদর্শন অনুযায়ী প্রাচীন বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক উপস্থাপন করেন। এছাড়া এই সেমিনারে প্রবন্ধ পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাহমুদুল হাসান খান। প্রবন্ধ পাঠ শেষে সেমিনারের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মালিহা নার্গিস আহমেদ সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন।